দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি মিরপুরে শুরু হচ্ছে সোমবার। আগেরদিন সংবাদ সম্মেলনে কথা বলেছেন সাউথ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। তার মতে, সাউথ আফ্রিকার জন্য স্পিন অন্যতম আলোচনার বিষয়।
বাংলাদেশের স্পিন আক্রমণ ও কন্ডিশন নিয়ে মার্করাম বললেন, ‘অবশ্যই হ্যাঁ, স্পিন অন্যতম আলোচনার বিষয়, বিশেষ করে সাউথ আফ্রিকার জন্য। ঘরের মাটিতে আমরা এমন পিচ ও কন্ডিশন পাই না। আমাদের জন্য এটি বেশ ভালো বিষয় যে, এমন একটি দলের বিপক্ষে খেলতে নামছি যারা তরুণ এবং বেশি টেস্ট খেলার অভিজ্ঞতা নেই।’
‘একজন খেলোয়াড় হিসেবে নতুন কন্ডিশনের সাথে পরিচিত হওয়া এবং আমরা যা পছন্দ করি তার বেশিরভাগই শিখতে পারার সুযোগ আছে। এটি একটি দল হিসেবে আমাদের জন্য দুর্দান্ত সুযোগ এবং যেমন বলেছি, আমরা সেটার জন্য অপেক্ষা করছি।’
স্পিনিং উইকেট নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘মিরপুরের উইকেট সাধারণত যেমন হয় তেমনই হচ্ছে। এরচেয়ে বেশিকিছু বলার নেই। স্পিনারদের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ হবে।’
সাউথ আফ্রিকার বিপক্ষে সোমবার সকাল ১০টায় মাঠে গড়াবে ম্যাচ। সাকিব আল হাসানের পরিবর্তে স্কোয়াডে নেয়া হয়েছে বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে। অভিষেক হতে পারে তার।







