চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সাফের ক্যাম্পে কিংসলে, নতুন মুখ রফিকুল-মোরসালিন

KSRM

‘সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩’ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প শুরু হচ্ছে রোববার। ক্যাম্পের জন্য ৩০ ফুটবলারকে ডেকেছেন কোচ হ্যাভিয়ের কাবরেরা। প্রথমবারের মত সাফ দলে ডাক পেয়েছেন এলিটা কিংসলে। দলে রয়েছেন দুই নতুন মুখ রফিকুল ও মোরসালিন। 

আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্ট সামনে রেখে শনিবার ৩০ সদস্যের দল ঘোষণা করেন কাবরেরা। আগামীকাল ঢাকা হোটেল রিজেন্সি অ্যান্ড রিসোর্টে উঠবেন খেলোয়াড়রা। বসুন্ধরা কিংসের মাঠ কিংস অ্যারেনায় প্রস্তুতি নেবেন ১০ জুন পর্যন্ত। আগামী ১৫ জুন কম্বোডিয়ায় যাবে বাংলাদেশ। সেখানে একটি প্রীতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ার দল। ম্যাচ শেষ করে বেঙ্গালুরুতে যাবে দল।

Bkash July

গতমাসে ৩৫ সদস্যের প্রাথমিক তালিকা সাফের কাছে জমা দেয় বাফুফে। সেই তালিকা থেকে চোটের কারণে আগেই বাদ পড়েন বসুন্ধরা কিংসের দুই খেলোয়াড় সাদ উদ্দিন ও মতিন মিয়া। তাদের জায়গায় নেয়া হয় শেখ মোরসালিন ও সাজ্জাদ হোসেনকে। ৩০ সদস্যের দলে আছেন দুজনেই।

নতুন মুখের মধ্যে দলে জায়গা হয়নি মোহামেডান ডিফেন্ডার মুরাদ হাসানের। এছাড়া বাদ পড়েছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ত বিশ্বাস, শেখ জামালের মিডফিল্ডার আবু সাইদ ও কিংসের ডিফেন্ডার ইয়াসিন আরাফাত ।

Reneta June

এক নজেরে ৩০ সদস্যের প্রাথমিক দল

গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, মিতুল মারমা, শহিদুল আলম ও মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার: কাজী তারিক রায়হান, রিমন হোসেন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন, তপু বর্মন, ইশা ফয়সাল, রহমত মিয়া, আলমগীর মোল্লা, মেহেদি হাসান।

মিডফিল্ডার: মাশুক মিয়া, সোহেল রানা, মজিবুর রহমান জনি, সোহেল রানা, শাহরিয়ার ইমন, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, সুমন রেজা, ফয়সাল আহমেদ, এলিটা কিংসলে, মোহাম্মদ ইব্রাহিম, রফিকুল ইসলাম ও আমিনুর রহমান সজীব, সাজ্জাদ হোসেন।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View