চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘পিএসজির প্রতিনিধিত্ব করতে পেরে আমি আনন্দিত’

KSRM

চলতি মাসেই প্যারিস ছাড়ছেন মেসি, দুদিন আগে তা নিশ্চিত করেছিলেন পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের। ফরাসি জায়ান্টদের জার্সি পরে শেষবার মাঠে নামবেন রাতে। তার আগেই ক্লাবটিকে বিদায় জানিয়েছেন বিশ্বজয়ী কিংবদন্তি। বলেছেন, ‘পিএসজির প্রতিনিধিত্ব করতে পেরে আমি আনন্দিত।’

বাংলাদেশ সময় রাত ১টায় ক্লারমন্টের বিপক্ষে মৌসুমে লিগের শেষ ম্যাচ খেলবেন পিএসজি। প্যারিসের ক্যারিয়ারে শেষ ম্যাচের আগে আর্জেন্টাইন মহাতারকা কথা বলেছেন ‘ইএসপিএন এফসি’র সঙ্গে। সে সময় জানিয়েছেন প্যারিস ছাড়ার কথা।

Bkash July

‘আমি পিএসজিতে ভাল খেলোয়াড়দের সঙ্গে খেলা উপভোগ করেছি। প্যারিসে একটি দুর্দান্ত অভিজ্ঞতার জন্য ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই। পিএসজির প্রতিনিধিত্ব করতে পেরে আমি আনন্দিত।’

২০২১ সালের আগস্টে বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি জমান মেসি। চলতি জুনের ৩০ তারিখ শেষ হবে তার চুক্তির মেয়াদ। চলতি মৌসুমে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০টি ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ২১টি, করিয়েছেন ২০টি।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View