রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরে নিজেদের তৃতীয় তথা শেষ ম্যাচের মঞ্চে বাংলাদেশ। সব খবর দ্রুত পেতে চোখ রাখুন চ্যানেল আই অনলাইনে। লাইভ ব্লগে পাঠকদের জন্য একত্রে থাকছে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নাজমুল হোসেন শান্তর লাল-সবুজের দলের সবকিছু।
৪.৩৫
পরিত্যক্ত হলো বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
রাওয়ালপিন্ডির ঝুম বৃষ্টিতে নিয়মরক্ষার এই ম্যাচে টসও হয়নি। পয়েন্ট ভাগাভাগি করে আসর থেকে বিদায় নিল দুদল। যদিও এই পয়েন্টে অন্য কোনো দলের ওপর প্রভাব পড়েনি। ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে ভারত ও নিউজিল্যান্ড। দুদলের শেষ ম্যাচটি হবে গ্রুপসেরা হওয়ার লড়াই।
৪.০৭
বৃষ্টি বেড়েছে
রাওয়ালপিন্ডিতে বৃষ্টি বেড়েছে। আগামী এক ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত আসতে পারে ম্যাচ নিয়ে। ঠাণ্ডা বাতাসের মধ্যে খেলা শুরুর অপেক্ষায় থাকা দর্শকরা ধীরে ধীরে মাঠ ছাড়তে শুরু করেছে। গ্যালারিতে সমাগম কমছে।
৩.৪৩
টসের নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টার বেশি পেরিয়ে গেলেও এখনও টস সম্ভব হয়নি। বাংলাদেশ সময় বিকেল ৩টায় মাঠ পরিদর্শনের কথা ছিল আম্পায়ারদের। পরে কোনো ইতিবাচক খবর আসেনি। মাঠ থেকে এখনও সরানো হয়নি ত্রিপল।

২.৩৩
বৃষ্টিতে টসে দেরি
রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। বুধবার রাতে সেখানে বৃষ্টি হয়েছে, সকালেও ঝরেছে ঝিরিঝিরি বৃষ্টি। দুপুরের দিকে বৃষ্টি কমলেও নির্ধারিত সময় ২.৩০ মিনিটে টস হয়নি। ৩০ মিনিট পর আম্পায়াররা মাঠ পরিদর্শনে নামবেন।
১.৩৫
বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরুর কথা মাঠের লড়াই।







