চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ত্রিদেশীয় সিরিজ: পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের

ডিসেম্বরে নিউজিল্যান্ড যাচ্ছে টিম টাইগ্রেস

KSRM

টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারতে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ঘরের মাটিতে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজটির সময়-সূচিও জানিয়ে দিয়েছে তাসমান সাগরপাড়ের দেশটির বোর্ড।

আসছে অক্টোবর থেকে পরের বছরের এপ্রিল পর্যন্ত ব্যস্ত সূচি প্রকাশ করেছে কিউই বোর্ড। ত্রিদেশীয় সিরিজটি বাদে এসময়ের মধ্যে আরও তিন দেশকে আমন্ত্রণ জানাবে নিউজিল্যান্ড। ডিসেম্বরে তিনটি করে টি-টুয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলতে কিউই ডেরায় যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

Bkash July

টি-টুয়েন্টির ত্রিদেশীয় সিরিজে ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। দুদিন পর ৯ অক্টোবর স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের। ১২ ও ১৩ অক্টোবর পরপর দুদিন নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচ খেলবে লাল-সবুজরা।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে-অন্যের বিপক্ষে দুবার করে মুখোমুখি হবে। চারটি করে ম্যাচ খেলবে তিনদল। ১৪ অক্টোবর ট্রফি নির্ধারণী ম্যাচে নামবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুদল। সিরিজের সবগুলো ম্যাচ ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে হবে।

Reneta June

বছরের শেষদিকে নিউজিল্যান্ড ডেরায় যাবে বাংলাদেশের মেয়েরা। ২ ডিসেম্বর হ্যাগলি ওভালে প্রথম টি-টুয়েন্টি খেলবে সালমা-রুমানাদের দল। ৪ ডিসেম্বর ডানেডিনে ও তিনদিন পর কুইন্সটাউনে তৃতীয় টি-টুয়েন্টি খেলবে দুদল।

১১ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়েলিংটনের বেসিন রিজার্ভের পর ১৪ তারিখ নেপিয়ারে দ্বিতীয় একদিনের ম্যাচে নামবে বাংলাদেশ। ১৮ ডিসেম্বর সফরের শেষ ও তৃতীয় ম্যাচে খেলবে সফরকারী টিম টাইগ্রেস।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View