প্রায় বছর দুয়েক আগের কথা, মাউন্ট মঙ্গানুইতে সেদিন ইতিহাস গড়েছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে টেস্ট জিতে ইতিহাস গড়েছিল টিম টাইগার্স। এবার আরও এক ইতিহাসের অপেক্ষায় লাল-সবুজের দল। নেপিয়ারে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে জিতে অবশ্য কিউইদের মাটিতে প্রথম টি-টুয়েন্টি জেতার স্বাদ পেয়েছে বাংলাদেশ। এবার অপেক্ষা সিরিজ জয়ের। সেই মাউন্ট মঙ্গানুইতে টি-টুয়েন্টি সিরিজ জয়ের স্বপ্ন বুনছে নাজমুল হোসেন শান্ত’র দল।
ঘরের মাটিতে টেস্ট সিরিজ ড্রয়ের পর নিউজিল্যান্ডে ইতিহাস তৈরির অপেক্ষায় ছিল বাংলাদেশ। সেই ধাপে উতরেছে টিম টাইগার্স, শেষ ওয়ানডের পর প্রথম টি-টুয়েন্টি জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে সফরকারীরা। আগামীকাল সিরিজ জয়ের লক্ষ্যে নামবে বাংলাদেশ, সেটি করতে পারলে বিদেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সিরিজ জয় করবে টিম টাইগার্স।
প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন ডানহাতি স্পিনার শেখ মেহেদী হাসান। এক ওভারে দুই উইকেট তুলে নিয়ে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। কিউইদের অল্প রানে আঁটকে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছানোর পর ম্যাচসেরা মেহেদী বোলারদের গুণগান করেছিলেন।
ভালো ফর্মে আছেন বাংলাদেশের টপঅর্ডার ব্যাটাররাও। ওপেনিংয়ে রান পেয়েছেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস। ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন বাঁহাতি পেস অলরাউন্ডার সৌম্য সরকারও। ষষ্ঠ উইকেট জুটিতে কার্যকরী ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নোঙর করেন মেহেদী।
নেপিয়ার থেকে দীর্ঘ সফরে মাউন্ট মঙ্গানুইতে পৌঁছানো বাংলাদেশ দলের সবশেষ অবস্থা জানিয়েছেন সহকারী কোচ নিক পোথাস। ম্যাচের আগে অনুশীলন না করলেও সেটি প্রভাব ফেলবে না জানিয়ে সম্ভাব্য ভালো ফলাফলের আশা জানিয়েছেন এ আফ্রিকান কোচ।
তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয়টি আগামীকাল মাউন্ট মঙ্গানুইতে হবে। বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে খেলা শুরু হবে। ১-০তে এগিয়ে সিরিজে সুবিধাজনক অবস্থায় নাজমুল হোসেন শান্তর দল।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।








