চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সোধিকে উইকেট উপহার দিল বাংলাদেশ

ক্রিকেটে ‘মানকাড’ বিতর্কিত আউটের নাম। তবে সম্প্রতি এটিকে বৈধতা দিয়েছে আইসিসি। বল ডেলিভারির আগে ব্যাটার পপিং ক্রিজ ছেড়ে বের হলে রান আউট করা যাবে। সেটিই করেছেন হাসান মাহমুদ।

মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের ব্যাটার ইস সোধির স্টাম্প ভেঙে দেন হাসান। নন স্ট্রাইক প্রান্তে বল ছাড়ার আগেই পপিং ক্রিজ ছেড়ে খানিকটা বেরিয়ে গিয়েছিলেন কিউই লোয়ার অর্ডার ব্যাটার সোধি।

হাসানের আবেদনের প্রেক্ষিতে তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হন ফিল্ড আম্পায়ার। ক্রিজের বাইরে থাকায় স্বাভাবিকভাবেই আউটের সংকেত দেন।

সোধি হাসানের ওপর বিরক্তি প্রকাশ করে বেরিয়ে যেতে থাকেন। দুই হাত মিলিয়ে ‘অভিবাদন’ জানান হাসানকে। কিউই লেগস্পিনার আসলে মেনে নিতে পারছিলেন না এ ধরনের আউট হয়ে।

বাংলাদেশ দল দ্রুতই সিদ্ধান্ত নেয় সোধিকে ফিরিয়ে আনার। তাতে বেশ খুশিই হয়েছেন সফরকারী দলের ক্রিকেটার। ব্যাটিং শুরুর আগে হাসানকে এসে জড়িয়ে ধরেন। বজায় থাকে ক্রিকেটীয় স্পিরিট। হাসানই প্রথম বাংলাদেশি ক্রিকেটার যিনি মানকাড ঘরানার আউট করতে গেলেন ব্যাটারকে।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View