মঙ্গলবার গড়াল বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের তৃতীয় তথা শেষ ও সিরিজ নির্ধারণী টি-টুয়েন্টি। সব খবর দ্রুত পেতে চোখ রাখুন চ্যানেল আই অনলাইনে। লাইভ ব্লগে পাঠকদের জন্য একত্রে থাকছে তিন ম্যাচের সিরিজে শেষ লড়াইয়ের সবকিছু। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে দুপুর ২টায়।
১৬.৫০
২-১ ব্যবধানে জয়ের সুখস্মৃতি নিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল লাল-সবুজরা।
১৬.৪৬
বাংলাদেশ ৮ উইকেটে জয়ী
সংক্ষিপ্ত স্কোর
টস: আয়ারল্যান্ড (ব্যাটিং)
আয়ারল্যান্ড- ১১৭/১০ (১৯.৫)
পল স্টার্লিং-৩৮ (২৭), জর্জ ডকরেল-১৯ (২৩), টিম টেক্টর-১৭ (১০)
মোস্তফিজুর রহমান-৩/১১, রিশাদ হোসেন-৩/২১, শরিফুল ইসলাম-২/২১
বাংলাদেশ-১১৯/২ (১৩.৪)
তানজিদ-৫৫* (৩৬), ইমন-৩৩* (২৬), সাইফ-১৯ (১৪)
হ্যারি টেক্টর-১/১৭, ক্রেইগ ইয়ং-১/৩০
১৬.৪৪
সহজ জয় বাংলাদেশের
১৪তম ওভারের চতুর্থ বলে ৪ মেরে জয় নিশ্চিত করেছেন ইমন। তানজিদ ও ইমনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৫০ বলে ৭৩ রান। ৮ উইকেটে আইরিশদের হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ টাইগারদের।
১৬.৪৪
তানজিদের ফিফটি
১৪তম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারের ১১তম ফিফটি পূর্ণ করেছেন তানজিদ তামিম। ৩৫ বলে ফিফটি ছোঁয় ইনিংসে ছিল ৪টি চার ও ৩ ছক্কার মার।
১৬.৪০
১০০ পেরিয়ে বাংলাদেশ
১২তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়েছেন ইমন। তাতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ১০৩ রান। তানজিদ ৪৫ রানে এবং ইমন ২৭ রানে ব্যাট করছেন।
১৬.৩০
১০ ওভার শেষে বাংলাদেশ-৭৯/২
তানজিদ ২৭ এবং ইমন ২১ রানে ব্যাট করছেন।
১৬.০৭
লিটন আউট
৪৬ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ। হ্যারি টেক্টরের বলে কার্টিস ক্যাম্ফেরের হাতে ক্যাচ দিয়েছেন। ৬ বলে ৭ রান করেন বাংলাদেশ অধিনায়ক।
১৬.০১
সাইফ ফিরলেন, উদ্বোধনী জুটি ভাঙল ৩৮ রানে
চতুর্থ ওভারের শেষ বলে ক্রেইগ ইয়ংয়ের শিকার হয়েছেন সাইফ হাসান। মিড অনে মার্ক অ্যাডাইরের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ১৪ বলে ১৯ রান করে। ছিল দুটি চার ও ১ ছক্কার মার।
১৫.৫৫
পাঁচটি ক্যাচ নিয়ে রেকর্ডে নাম তুলেছেন তানজিদ হাসান তামিম।
১৫.৩৫
তানজিদের রেকর্ড
আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টুয়েন্টিতে ৫টি ক্যাচ নিয়েছেন তানজিদ তামিম। টি-টুয়েন্টি সবচেয়ে বেশি ক্যাচ ধরার রেকর্ড এটি। অবশ্য বাংলাদেশ ওপেনারের আগে আরও দুইজন এই কীর্তি গড়েছিলেন। ২০২৩ সালে কাতারের বিপক্ষে ৫ ক্যাচ নেন মালদ্বীপের ওয়েজ জানাকা মালিন্দা, এবং গত সেপ্টেম্বর আইল অব ম্যানের বিপক্ষে ৫টি ক্যাচ নেন সুইডেনের সেদিক সাহাক। তবে আইসিসির পূর্ণ সদস্য দেশের ফিল্ডারদের মধ্যে তানজিদই প্রথম এই কীর্তি গড়লেন।

১৫.৩৩
সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১১৮
সংক্ষিপ্ত স্কোর
টস: আয়ারল্যান্ড (ব্যাটিং)
আয়ারল্যান্ড- ১১৭/১০ (১৯.৫)
পল স্টার্লিং-৩৮ (২৭), জর্জ ডকরেল-১৯ (২৩), টিম টেক্টর-১৭ (১০)
মোস্তফিজুর রহমান-৩/১১, রিশাদ হোসেন-৩/২১, শরিফুল ইসলাম-২/২১
[/vc_column_text][/vc_column][/vc_row]
১৫.৩১
আরও একটি ক্যাচ তানজিদের
১৯.৫ ওভারে আইরিশদের শেষ উইকেট তুলে নেন সাইফউদ্দিন। লংঅনে এবারও বলটি তালুবন্দি করেছেন তানজিদ তামিম। বেন হোয়াইটের ক্যাচটি ছিল ইনিংসে তার পঞ্চম। চতুর্থ ক্যাচটি ধরেই বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টুয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি ক্যাচ ধরার রেকর্ড গড়েছিলেন। আইরিশরা থামল ১১৭ রানে।
১৫.২৫
তানজিদের রেকর্ড
আয়ারল্যান্ডের সবশেষ চারটি উইকেটেই ক্যাচ নিয়েছেন তানজিদ তামিম। ৪টি ক্যাচ ধরে একটি রেকর্ডও গড়েছেন তিনি। টি-টুয়েন্টিতে এক ম্যাচে ফিল্ডারদের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ ধরেছেন তিনি। আগে সর্বোচ্চ ৩টি ক্যাচ ধরেছিলেন ফিল্ডাররা। সবার আগে ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ক্যাচ ধরেছিলেন আরাফাত সানি।
১৫.২৪
ডকরেলকে ফেরালেন শরিফুল
লংঅনে তানজিদের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন জর্জ ডকরেল। ২৩ বলে ১৯ রান করেন।
১৫.২১
মোস্তাফিজের তৃতীয় শিকার হামফ্রেয়াস
১৮তম ওভারে জোড়া শিকার এনে দিয়েছেন মোস্তাফিজ। অ্যাডাইরের পর ম্যাথিউ হামফ্রেয়াসকে ফেরালেন। লংঅনে তানজিদের হাতে ক্যাচ দিয়েছেন হামফ্রেয়াসও। ২ বলে ১ রান করেন।
১৫.১৭
মার্ক অ্যাডাইরকে ফেরালেন মোস্তাফিজ
১০৮ রানে সপ্তম উইকেট হারাল আয়ারল্যান্ড। মার্ক অ্যাডাইরকে ফেরালেন মোস্তাফিজুর রহমান। ৯ বলে ৮ রান করে লংঅনে ক্যাচ দিয়েছেন তানজিদ তামিমের হাতে।
১৫.১২
আইরিশদের ১০০
১৬.১ ওভারে দলীয় শতরানে পৌঁছেছে আয়ারল্যান্ড। ডকরেল ১৩ রানে এবং অ্যাডাইর ৬ রানে ব্যাট করছেন।
১৫.০৪
ডেলানিকে তৃতীয় শিকার বানালেন রিশাদ
১৫.৩ ওভারে গ্রেথ ডেলানিকে ফেরালেন রিশাদ। ১২ বলে ১০ রান করে ক্যাচ দিয়েছেন তানজিদ তামিমের হাতে।
১৪.৫১
অবশেষে ফিরলেন স্টার্লিং
আয়ারল্যান্ডের ইনিংসের প্রথম ওভার থেকে বাংলাদেশকে ভোগাচ্ছিলেন ওপেনার পল স্টার্লিং। গুগলিতে তাকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেছেন রিশাদ। তার থেকে এসেছে ২৭ বলে ৩৮ রানের ইনিংস।
১৪.৪৩
রিশাদের প্রথম শিকার ক্যাম্ফের
রিশাদ হোসেনের দ্বিতীয় ওভারে সাজঘরের পথ দেখেছেন কার্টিস ক্যাম্ফের। স্লোয়ার বল জোরে মারতে গিয়ে বোল্ড হন তিনি, করেন মাত্র ৯ রান।
১৪.৩০
খেলতে পারেননি টাকারও
পরপর তিন ওভারে তিন উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। সপ্তম ওভারে শেখ মেহেদীর বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন লোরকান টাকার, করেন মাত্র ১ রান।
১৪.২৭
পাওয়ার প্লে
শুরুর ওভারে যে ঝড় তুলেছিলেন পল স্টার্লিং, পরে সেটি ধরে রাখতে পারেনি আয়ারল্যান্ড। পাওয়ার প্লের পঞ্চম ও ষষ্ঠ ওভারে দুই ভাই টম ও হ্যারি টেক্টরকে বিদায় করেছে বাংলাদেশের বোলাররা। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৫১ রান তুলেছে আয়ারল্যান্ড।
১৪.২৩
আরেক টেক্টরের বিদায়
পাওয়ার প্লের শেষ ওভারে বলে আসেন মোস্তাফিজুর রহমান। তাকে দেখেশুনে খেলতে যান হ্যারি টেক্টর। কিন্তু বল ডিফেন্ড করার পর সেটি গিয়ে আঘাত হানে উইকেটে। ৫ রানে বিদায় নেন টেক্টর।
১৪.১৭
শরিফুলে প্রথম আঘাত বাংলাদেশের
আগের তিন বলে দুটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে বিধ্বংসী হওয়ার চেষ্টা করছিলেন টিম টেক্টর। ওভারের পঞ্চম বল তেড়েফুড়ে করলেন শরিফুল, টেক্টরকে বোল্ড করে মেতে উঠলেন বাধ ভাঙা উল্লাসে। ১০ বলে ১৭ রান আসে তার ব্যাট থেকে।
১৪.১০
জীবন পেলেন স্টার্লিং
তৃতীয় ওভারের তৃতীয় বলে সাইফউদ্দিনকে উড়িয়ে মারতে গিয়ে লংঅফে ক্যাচ দেন আয়ারল্যান্ডের ওপেনার পল স্টার্লিং। ফিরতি ক্যাচ নিতে যান বল করে আসা সাইফুদ্দিন, কিন্তু বলের ফ্লাইট ধরতে পারেননি। জীবন পান স্টার্লিং।
১৪.১৫
লিটন বললেন…
টসে জিতলে ব্যাটিং নিতে চেয়েছিলেন লিটন দাস। পিচ শুষ্ক এবং বাউন্স মিলবে বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক।
১৪.১১
বাংলাদেশের তিন পরিবর্তন
পেসার শরীফুল ইসলাম, লেগ স্পিনার রিশাদ হোসেন ও স্পিন-অলরাউন্ডার শামীম পাটোয়ারীকে একাদশে ফিরিয়ে নেমেছে বাংলাদেশ। বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব।
১৪.০৯
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।
১৪.০২
টস
চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টুয়েন্টিতে টসে জিতে লিটন দাসের বাংলাদেশকে বোলিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং।








