
ওয়ানডে সিরিজ শেষে টেস্টের লড়াইয়ে নামছে বাংলাদেশ-ভারত। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু বুধবার। সর্বনিম্ন ১০০ টাকায় টিকিট কেটে দেখা যাবে প্রতিদিনের খেলা।
সোমবার টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বন্দরনগরীর সাগরিকার বিটাক মোড়ের কাছে বুথে ও এমএ আজিজ স্টেডিয়ামের বুথে পাওয়া যাবে টিকিট।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেনা যাবে টিকিট। ম্যাচ চলার দিনেও সংগ্রহ করা যাবে। গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফ টপ হসপিটালিটিতে খেলা দেখতে গুনতে হবে ১ হাজার টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৫০০ টাকা।
ক্লাব হাউজের টিকিটের মূল্য ৩০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড ২০০ ও ওয়েস্টার্ন স্ট্যান্ডের টিকিট মিলবে মাত্র ১০০ টাকায়।

লিটন দাসের নেতৃত্বে ওয়ানডে সিরিজ জিতে (২-১) সাকিব আল হাসানের দল এবার নামছে টেস্ট অভিযানে।