চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইবাদত-সাকিবদের দাপট, ভারতের ৩ উইকেট নেই

বাংলাদেশের দেয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিপদে পড়েছে ভারত। সফরকারী টপ অর্ডারের তিন ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে দিয়েছে টাইগার দল। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের পথে দুর্দান্ত এগোচ্ছে টিম টাইগার্স।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৪ ওভারে ৩ উইকেটে ৫৩ রান। শ্রেয়াস আয়ার ২২ ও লোকেশ রাহুল ৫ রানে ক্রিজে আছেন।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ভারত ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে বিরাট কোহলিকে বোল্ড করেন ইবাদত হোসেন। কোহলি ৫ রান করে মাঠ ছাড়েন।

মোস্তাফিজুর রহমানের বাউন্সার সামলাতে পারেননি ৮ রান করা শেখর ধাওয়ান। বল তার ব্যাটে লাগার পর পয়েন্ট অঞ্চলে থাকা মেহেদী হাসান মিরাজের তালুবন্দি হয়।

দশম ওভারের শেষ বলে মিড উইকেটে লিটন দাসের হাতে ধরা পড়েন ১১ রান করা ওয়াশিংটন সুন্দর। বোলার ছিলেন সাকিব।

এর আগে খাদের কিনারা থেকে আবারও দলকে উদ্ধার করেছেন মেহেদী হাসান মিরাজ। তুলেছেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। সেটিও মাত্র ৮৩ বলে, ৮ চার ও ৪ ছক্কায়। সঙ্গে বুক চিতিয়ে লড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের ১৪৮ রানের সপ্তম উইকেট জুটির কল্যাণে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ পেয়েছে ৭ উইকেটে ২৭১ রানের পুঁজি।