চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মিরাজের ফিফটি, অপেক্ষায় মাহমুদউল্লাহ

বিপদে আবারও হাল ধরলেন মেহেদী হাসান মিরাজ। পূর্ণ করলেন ফিফটি। অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে লড়াকু পুঁজি গড়ার চেষ্টা করছেন সিরিজের প্রথম ম্যাচের জয়ের নায়ক।

মিরপুরে ৬৯ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশকে পথ দেখিয়েছেন মিরাজ-মাহমুদউল্লাহ। ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দলীয় সংগ্রহ দেড়শ ছাড়িয়েছে। এ প্রতিবেদন লেখার সময় টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের সংগ্রহ ৩৭.৩ ওভারে ৬ উইকেট ১৬২ রান।

Bkash July

মিরাজ ৫০ ও মাহমুদউল্লাহ ৪৩ রানে অপরাজিত আছেন। ২ উইকেট হারিয়ে পঞ্চাশ পেরিয়ে যাওয়ার পর বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১৭ রানের ব্যবধানে হারায় ৪ উইকেট। তাতে অল্পতে গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগে। তবে আগের ম্যাচের মতোই অদম্য মিরাজ হাল ধরেছেন, লড়ছেন মাহমুদউল্লাহকে নিয়ে।

Labaid
BSH
Bellow Post-Green View