চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলিউড ছবিতে কে এই বাংলাদেশি রমজান মিয়া?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ন ১৮, জুলাই ২০২৩
বিনোদন
A A

২১ জুলাই হলিউড সহ বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ছবি ‘বার্বি’। হলিউডের এই ছবিটি নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের পাশাপাশি নেট দুনিয়ায় মেতে আছে গোটা বিশ্বের সিনেপ্রেমী মানুষ! বাংলাদেশি দর্শকদের ক্ষেত্রে অন্যরকম আবেদন নিয়ে আসছে বার্বি!

কারণ এই ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রমজান মিয়া। ছবিতে মার্গট রবি, রায়ান গসলিংদের ভিড়ে হয়তো খুব বেশি স্ক্রিনে দেখা যাবে না রমজানকে, তবু এই ছবিতে তিনি আছেন; এটাই বাংলাদেশি দর্শকের জন্য বিরাট উত্তেজনার! সিনেপ্রেমীদের বিভিন্ন গ্রুপ, পেজ দেখে এমনটাই আন্দাজ করা গেছে!

অনেকের প্রশ্ন, কে এই রমজান মিয়া? যিনি ‘বার্বি’র মতো বহুল প্রতীক্ষিত ছবিতে জায়গা করে নিলেন? এমন প্রশ্ন খোঁজার আগে একটি চমকপ্রদ ঘোষণা দিয়েছে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ! তারা জানিয়েছে ২১ জুলাই থেকে দর্শক ‘বার্বি’ ছবিটি স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় দেখতে পারবেন। কিন্তু তার আগের দিন থাকছে মস্ত চমক!

২০ জুলাই সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের মহাখালীস্থ এসকেএস টাওয়ার শাখায় জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘বার্বি’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন ‘বার্বি’ সিনেমায় অভিনয় করা বাংলাদেশি অভিনেতা! যদিও স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আগেই সেই অভিনেতার নাম জানাতে ইচ্ছুক নয়! তবে বার্বিতে অভিনয় করা এই একজনের নামের সাথেই ‘বাংলাদেশ’ যুক্ত, তা খোঁজ করতে কী আর শার্লক হোমস হওয়ার প্রয়োজন পড়ে!

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছে, দেশের ইতিহাসে কোন হলিউডি ছবির প্রিমিয়ারে স্বয়ং অভিনেতা উপস্থিত থাকার ঘটনা এটাই প্রথম। এ প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, ‘বার্বি’র মত আলোচিত একটি ছবিতে বাংলাদেশের একজন অভিনয় করেছেন-এটা নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের বিষয়। বার্বি’র প্রিমিয়ারে সেই অভিনেতাকে আমরা হাজির করছি, তবে তার নামটি আগেই প্রকাশ করছি না আমরা। এটা চমক হিসেবে থাকবে।’

‘বার্বি’তে অভিনয় করা রমজান মিয়ার জন্ম যুক্তরাজ্যে। ১৯৯৩ সালের ১৯ জুলাই ইংল্যান্ডের লুটন শহরে জন্ম গ্রহণ করেন, এবং এই শহরেই বেড়ে উঠেন। তারা বাবা ও মা দুজনই বাংলাদেশি। তাদের পৈত্রিক বাড়ি সিলেটে।

Reneta

শুধু বার্বি নয়, রমজান ইতিমধ্যে হলিউডের বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন। এরমধ্যে উল্লেখযোগ্য ঘোস্ট স্টোরিস, রকেটম্যান, আলাদিন এবং এনোলা হোমস ২!

বাবা-মায়ের সাথে রমজান

হলিউড ছবিতে নিয়মিত কাজ করলেও অভিনয়ে রমজানের হাতেখড়ি কিন্তু বাংলা নাটকে! মাত্র ৭ বছর বয়সে সিলেটি ভাষার একটি নাটকে শিশুশিল্পী হিসেবে অভিষেক হয় তার। মজার তথ্য হলো, নাটকটি নির্মাণ করেছিলেন রমজানের বাবা কুদ্দুস মিয়া। নাটকের নাম ছিলো ‘তবুও ভালো আছি’। যেখানে একজন প্রবাসীর সুখ দুঃখের কথা তুলে ধরা হয়।

১৫ বছর বয়সে টুকটাক অভিনয় থেকে পুরোপুরি বিরতি নেন। মনোযোগ দেন পড়াশোনায়। কুড়ি বছর বয়স থেকে পুনরায় শোবিজে পা রাখেন। প্রথমে মডেলিং দিয়ে শুরু, পরে অভিনয় শুরু করেন। হলিউডের পাশাপাশি তিনি বাংলাদেশি কন্টেন্টেও কাজ করতে আগ্রহী বলে জানা গেছে।

আসন্ন ‘বার্বি’ ছবির ট্রেলার নজর কেড়েছে ভক্তদের। বিশেষ করে গোলাপি রঙের আধিক্য চোখে পড়ার মতো। নির্মাতা গ্রেটা গেরউইগ জানালেন বার্বির এই গোলাপি দুনিয়া তৈরি করতে গিয়ে বাজারের সব গোলাপি রঙই শেষ হয়ে গিয়েছিল! ওয়ার্নার ব্রাদার্সের এই সিনেমায় আইকনিক ডল স্টোরি ‘বার্বি’কে সিনেমায় রূপ দিতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নির্মাতা বলেন, ‘ড্রিমহাউজের মতো করে তৈরি করতে চেয়েছি। সিঁড়ির কী প্রয়োজন যদি স্লাইড করে পুলে নামা যায়? সিঁড়ি বেয়ে উঠারই বা কী প্রয়োজন যদি নিজের পোশাকের রঙের লিফট থাকে? আমরা আরেকটি দুনিয়া বারবি ল্যান্ড তৈরি করতে চেয়েছি…শিশুতোষ ভাব নিয়ে আসার জন্য ঝামেলাও কম হয়নি। খুব উজ্জ্বল গোলাপি রঙ লেগেছে। সবকিছুতেই অনেক বেশি পরিমাণে। পৃথিবীর সব গোলাপি রঙ ফুরিয়ে গিয়েছিল।’

‘বার্বি’ সিনেমার ট্রেলারে দেখা যায়, বারবি মার্গট রবি হঠাৎ বুঝতে পারেন তিনি হিল জুতা ফেলে এসেছেন পৃথিবীতে। সেই জুতা খুঁজতে তিনি পৃথিবীতে আসেন। সেখানে হলিউড তারকা রায়ান গসলিংকে সঙ্গে নিয়ে জুতা খুঁজতে গিয়ে পার্টিতে নাচ-গান এবং খেলাধুলা ও মারামারিতে জড়িয়ে যান তারা। এরপর তাদের মাঝে গড়ে ওঠে প্রেমের সম্পর্কও।

ট্যাগ: বার্বিরায়ান গসলিংলিড বিনোদনসিনেপ্লেক্সসিনেমাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় জামায়াতের আমির ড. শফিকুর রহমান।

আমরা জামায়াতের বিজয় চাইনা, ১৮ কোটি মানুষের বিজয় চাই: জামায়াত আমির

জানুয়ারি ৩০, ২০২৬

নির্বাচন সামনে রেখে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’

জানুয়ারি ৩০, ২০২৬

জামায়াত ক্ষমতায় এলে নারীরা সবচেয়ে বেশি বিপন্ন হবেন: রিজভী

জানুয়ারি ৩০, ২০২৬

রেকর্ড ব্যবধানে স্কটল্যান্ডকে হারাল বাংলাদেশ

জানুয়ারি ৩০, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রয়োজন পড়বে না: ডোনাল্ড ট্রাম্প

জানুয়ারি ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT