চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাখমুত রাশিয়ার দখলে নেই: জেলেনস্কি

রাশিয়া দাবি করেছে ইউক্রেনের বাখমুত শহর এখন পুরোপুরি তাদের দখলে। তাদের এমন ঘোষণার পর ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জোর দাবি নিয়ে জানিয়েছেন, বাখমুত রাশিয়ার দখলে নেই।

বিবিসি জানিয়েছে, সম্প্রতি জি-৭ শীর্ষ সম্মেলনের জন্য জাপানের হিরোশিমা সফরে থাকাকালীন সময় ভলোদিমির জেলেনস্কি বাখমুত এখনও ইউক্রেনের অধীনে আছে বলে দাবি করেছেন। এর আগে রাশিয়ার ওয়াগনার বাহিনীর প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন বাখমুতে বিজয় দাবি করেন।

তবে ইউক্রেনের সামরিক সূত্র জানিয়েছে, শহরের উপকণ্ঠে কয়েকটি ভবনের নিয়ন্ত্রণ এখনও তাদের হাতে রয়েছে।

জি-৭ শীর্ষ সম্মেলনের শেষ দিনে একটি সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, বাখমুতে আগস্ট থেকে দীর্ঘতম এবং রক্তক্ষয়ী যুদ্ধ চলছে, আজ পর্যন্ত রাশিয়া শহরটি অধিকৃত করতে পারেনি। জেলেনস্কি বাখমুতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমা দ্বারা আঘাতপ্রাপ্ত হিরোশিমার সাথে তুলনা করে একে অনুরূপ পুনর্গঠনের প্রতিশ্রুতি দেন।

এর আগে রোববার, তিনি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে হিরোশিমা পিস মেমোরিয়াল পার্ক পরিদর্শন করেন। জেলেনস্কি সেখানে নিহতদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন।