চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মাটির নিচের ধনসম্পদের লোভ দেখানো ‘জ্বীনের বাদশা’ গ্রেপ্তার

গোপন রোগ ভালো করে দেওয়ার নাম করে তিন লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দিনাজপুরের ঘোড়াঘাটে ইমরান হোসেন (২৮) কে নামে কথিত এক ‘জ্বীনের বাদশা’কে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

শনিবার রাতে ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের গুচ্ছগ্রাম বাজার থেকে গ্রেপ্তার করে আজ রবিবার (১২ মার্চ) আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, কথিত জ্বীনের বাদশা প্রথমে চিকিৎসা ফি আদায় করতেন। শরীর থেকে জ্বীন তাড়ানোর পর বাড়ির মাটির নিচে কলসি ভর্তি জ্বীনের ধনসম্পদ উদ্ধার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৫ লাখ টাকা দাবি করেন কথিত জ্বীনের বাদশা ইমরান হোসেন। এরই মধ্যে ভুক্তভোগী সাজ্জাদুল ইসলামের কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ইমরান।

ইমরান হোসেন আরও ২ লাখ টাকা দাবি করলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ বিষয়ে র‌্যাব-৫ এর কাছে অভিযোগ করেন সাজ্জাদুল। শনিবার রাতে ভুক্তভোগী সাজ্জাদুল ঘোড়াঘাট থানায় ইমরান হোসেনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Labaid
BSH
Bellow Post-Green View