আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটি মৃত ইস্যু; এটিকে যারা জীবিত করতে চায়, তাদের লজ্জা পাওয়া উচিত। নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনুস বিষয়েও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। রাজধানীতে আলাদা কর্মসূচিতে দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী; কোনো দল অংশ না নিলে নির্বাচন থেমে থাকবে না।
বর্তমান সরকারের অধীনে বিএনপি নির্বাচন না করার ঘোষণা দিলেও আওয়ামী লীগ বরাবরই বলে আসছে, আগামী সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।
জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপনে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির আলোচনা সভায় দলের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে বিশ্বের সব দেশের মতোই নির্বাচন হবে; বিএনপির তত্ত্ববধায়ক সরকারের দাবি অযৌক্তিক।
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনুস ইস্যুতেও কথা বলতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, তিনি কখনও দেশের সঙ্কট উত্তরণে ভূমিকা রাখেন না।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিশ্ব নারী দিবস উদ্যাপনে মহিলা আওয়ামী লীগের আলোচনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, নির্বাচন যথাসময়েই হবে; কেউ অংশ না নিলে সেই দায় তার নিজের।
বিএনপিপন্থী আইনজীবীরা সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দরজায় লাথি মেরেছে বলে অভিযোগ করেন হাছান মাহমুদ।