সিনেমার জন্মদিন ও আমাদের আত্মোবলোকন
শিল্পের জন্ম কোন তারিখে হয়েছে বলা সম্ভব নয়, আমরা বলি হাজার হাজার বছর আগের গুহা চিত্রের কথা। কবিতা সংগীত নাচ কোন শিল্পেরই জন্মদিনটি জানা যায় না; কিন্তু আমরা জানি একটি নির্দিষ্ট দিনে সিনেমার প্রথম প্রদর্শনী হয়েছিল, অর্থাৎ সিনেমার জন্মদিন আছে…