এশিয়ান গেমস কাবাডির ছেলেদের ইভেন্টে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। অধিনায়ক তুহিন তরফদারের দল ৫২-১৭ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়েছে জাপানকে। উড়ন্ত জয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করল লাল-সবুজের দলটি।
চীনের জিয়াওশান গুয়ালি স্পোর্টস সেন্টারে বাংলাদেশ প্রথমার্ধ থেকে প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে। প্রথমার্ধে ২৫-৫ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায়।

ফিরে আবারও জাপানকে চেপে ধরে মিজানুর-রাসেল। শেষপর্যন্ত ৫২-১৭ পয়েন্টে ম্যাচ শেষ করে বাংলাদেশ।
মঙ্গলবার শক্তিশালী ভারতের বিপক্ষে খেলবে তুহিন তরফদারের দল।

কাবাডির ছেলেদের ইভেন্টে ‘এ’ গ্রুপে খেলছে বাংলাদেশ। গ্রুপে অন্য দেশগুলো হল- ভারত, চাইনিজ তাইপে, থাইল্যান্ড এবং জাপান।







