
এশিয়া কাপের জন্য রুদ্ধদ্বার অনুশীলন ক্যাম্প চলছে বাংলাদেশ দলের। তবে টাইগারদের ভাবনাজুড়ে বিশ্বকাপ। সূচিতে পরপর দুটি বড় আসর থাকায় প্রস্তুতি নিতে হচ্ছে অভিন্ন ফর্মুলায়। জাতীয় দলের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম জানালেন সে কথাই।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন তামিম। এবার বড়দের মঞ্চেও অভিন্ন লক্ষ্য তার, ‘আমরা যেটা অর্জন (যুব বিশ্বকাপ) করেছি, সেটা তো এখন অতীত। সবার মধ্যে এখন একটাই কথা, একটা স্বপ্ন যে বড়দের হয়ে বিশ্বকাপ জেতা।’
‘সবারই যখন দেখা হয়, সামনে যেহেতু বিশ্বকাপ, একটা জিনিসই মাথায় কাজ করে, আমরা এশিয়া কাপ যত টুর্নামেন্টই খেলি না কেনো, ব্যাক অব দ্য মাইন্ডে কিন্তু ওয়ার্ল্ড কাপ থেকেই যায়। চেষ্টা করব এবার। যদি কপালে থাকে, হয়ে যাবে।’
জাতীয় দলে ডাক পাওয়ার পর এবারই প্রথম মিডিয়ার মুখোমুখি হলেন তানজিদ তামিম। জানালেন অনুশীলনে কোচের কাছ থেকে পেয়েছেন স্বাধীনভাবে খেলার লাইসেন্স। ভয়ডরহীন ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার সংকল্প এ তরুণের।
‘কোন বোলার বল করছে এটা নিয়ে মাথা ঘামাই না। চেষ্টা করি বল দেখে খেলার। কোচ নিজের মতো করে ব্যাটিং করার কথা বলেছেন। বলেছেন যে, সমস্যা হলে জানাতে।’
বিজ্ঞাপন