
পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই তিনি চর্চায় বেশি থাকেন মালাইকা অরোরা। সম্প্রতি গুঞ্জন রটে চলেছে মা হতে চলেছেন তিনি। এবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন মালাইকার প্রেমিক অর্জুন কাপুর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকাকে নিয়ে এমন গুঞ্জন ছড়ানোর তীব্র নিন্দা করেছেন অর্জুন। অর্জুন বলেন, ‘আমাদের বিষয়ে কোনও খবর প্রচার করার আগে আমরা চাই, তারা যেন একবার সেটা আমাদের থেকে জেনে নেন।’
অভিনেতা আরও বলেন, ‘আমরা সবাই কাজ করার জন্যই এসেছি। তথ্য যাচাই না করে কিছু লিখবেন না। প্রতিহিংসাপরায়ণ হবেন না। আজ আপনি যা বিক্রি করার চেষ্টা করছেন, কাল সেটাই আপনার ওপর থেকে বিশ্বাস নষ্ট করবে।’
অর্জুন বলেন, ‘তারকাদের ব্যক্তিগত জীবন সমসময় ব্যক্তিগত থাকে না। এই পেশায় আসার সময় সেটা মেনেই আসতে হয়। আমরা দর্শকদের কাছে পৌঁছানোর জন্য সাংবাদিকদের ওপর নির্ভর করি। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে আমরাও মানুষ। তাই আমার অনুরোধ, কিছু লেখার আগে একটু ভাবুন।’

গত বছরের নভেম্বর মাসে একটি ম্যাগাজিন গুঞ্জন ছড়ায় মালাইকা নাকি ফের মা হতে চলেছেন! মালাইকা ও তার সম্পর্ক নিয়ে অহেতুক প্রচার যে একেবারেই পছন্দ করেন না অর্জুন। এর আগেও একাধিক বার বিষয়টি স্পষ্ট করেছেন অভিনেতা। মালাইকার সন্তানসম্ভবা হওয়ার ভুয়ো খবর নতুন করে ছড়িয়ে পড়ায় বিরক্ত হয়ে আরও একবার বিষয়টি নিয়ে কথা বললেন অর্জুন।
মালাইকার বয়স এখন ৪৯, আর অর্জুনের ৩৭। ১২বছরের ছোট প্রেমিকের সঙ্গে চুটিয়ে প্রেম এবং লিভ-ইন করছেন মালাইকা।
সূত্র: হিন্দুস্তান টাইমস