ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভর মা ভক্তির কথা কারো অজানা নয়। ২০২৪ সালের ২৪ জানুয়ারি মাকে হারান এই তারকা অভিনেতা। এরপর থেকেই যেন মায়ের শূন্যতার ভার বয়ে চলেছেন নিঃশব্দে।
ক্যামেরার সামনে দৃঢ় ও শক্ত চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে মায়ের স্মৃতিতে আজও ভেঙে পড়েন এই অভিনেতা। শুভর মা খাইরুন নেছা, মায়ের সেই বিদায়ের দ্বিতীয় বছর পূর্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট শেয়ার করে নিজের না বলা কষ্ট আর ভালোবাসার কথা তুলে ধরেছেন অভিনেতা।
ছাদবাগানে মায়ের সঙ্গে তোলা একটি পুরনো ছবি পোস্ট করে স্মৃতিচারণায় ভাসেন এই অভিনেতা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন,“কামিনী, কাঠগোলাপ আর বেলি—মায়ের পছন্দের ফুল। ছাদে তাঁর প্রিয় কাঠগোলাপ নিয়ে আসা হয়েছে, সেটা দেখাচ্ছিলাম। এই গাছটা এখন বড় হয়েছে, ফুলে ভরে যায়। শুধু তোমাকে আর দেখানো হলো না, মা।”
পোস্টে আরও লেখেন, আজও তাঁর মনে হয়, বাসায় ফিরেই ‘মা’ বলে ডাকতে পারবেন, মায়ের কোলে গিয়ে শুয়ে পড়বেন, বলবেন— “মা, আমার জন্য একটু দোয়া করো।”
শেষে সবার কাছে অনুরোধ জানিয়ে আরিফিন শুভ লেখেন, সম্ভব হলে যেন তাঁর মাকে দোয়ায় রাখা হয়।
সবশেষে আরিফিন শুভ অভিনীত সিনেমা ‘নূর’ মুক্তি পেয়েছে গত মাসে। মুক্তির প্রতীক্ষায় আছে ভারতীয় ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’। সনি লিভে আগামি মাসে এটি মুক্তির কথা রয়েছে।








