চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

এমন উদযাপনের স্বপ্ন দেখতেন মেসি

কাতারে মরুর বুকে শিরোপা উঁচিয়ে ৩৬ বছরের খরা কাটিয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসি বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করেছেন। জয়ের পরও একটি স্বপ্ন ছোঁয়া বাকি ছিল ৩৫ বর্ষী মেসির। দেশের মাটিতে সমর্থকদের সামনে বিশ্ব জয়ের উদযাপনটা বাকি ছিল মহাতারকার।

শুক্রবার বাংলাদেশ সময় ভোরে এল মনুমেন্টাল স্টেডিয়ামে পানামার বিপক্ষে ঘরের মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ম্যাচে জয়-পরাজয় ছাপিয়ে মেসি-ডি মারিয়ারা মূলত মেতে ওঠেন বিশ্বকাপ জয়ের আনন্দ দেশের মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে। ম্যাচটিও ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা।

Bkash July

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বিশ্বকাপ ফাইনালের একাদশই মাঠে নামিয়েছিলেন। ম্যাচ শেষে দর্শকদের সামনে সোনালি ট্রফি উঁচিয়ে ধরেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। বলেন, ব্যক্তিগতভাবে, এই মুহূর্তটির জন্য আমি স্বপ্ন দেখতাম। আমার দেশ, আর্জেন্টিনায় এসে আপনাদের সঙ্গে উদযাপন করতে চেয়েছিলাম। কোপা আমেরিকা, ফিনালিস্সিমা এবং সবচেয়ে বড় অর্জন বিশ্বকাপ জয়ের পর এভাবেই উদযাপন করতে চেয়েছিলাম।

মেসি বিশ্বকাপ খেলেছেন পাঁচবার। ২০১৪ সালে ফাইনাল খেললেও শিরোপা উঁচিয়ে ধরতে পারেননি। সেটির ৮ বছর পর এমন অর্জন, দেশের মানুষকে ধন্যবাদ দিতেও ভোলেননি।

Reneta June

আমরা যে স্নেহ পেয়েছি তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। শুধু বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য নয়, কোপা আমেরিকার জন্যও। আমরা বলেছিলাম, বিশ্বকাপ জয়ের জন্য আমাদের যা যা করা দরকার সবকিছুই করব।

Labaid
BSH
Bellow Post-Green View