চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

এক হচ্ছেন অপু-বুবলী!

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে বিয়ে ও বিচ্ছেদের জেরে ব্যক্তিগত জীবনে অপু বিশ্বাস ও বুবলীর মধ্যে দা কুমড়া সম্পর্ক! শুধু চলচ্চিত্র সংশ্লিষ্টরা নয়, পুরো দেশের মানুষের কাছে এখন এটা প্রকাশ্য।

হালের আলোচিত দুই তারকা অপু-বুবলীকে এবার একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাবে! ব্যক্তিগত জীবন কিংবা কোনো সিনেমা নয়; তারা এক হবেন একটি ফ্যাশন শো-এর অনুষ্ঠানে।

Bkash July

২৩ ডিসেম্বর ঢাকার একটি পাঁচতারকা হোটেলে এই ফ্যাশন শো অনুষ্ঠিত হবে। নাম কিউকম প্রেজেন্টস ‘ঢাকা ফ্যাশন ডে ২০২২’। আয়োজন করেছে পিএইচ এন্টারটেনমেন্ট।

এর কর্ণধার ও ফ্যাশন কোরিওগ্রাফার পিয়াল হোসেন চ্যানেল আই অনলাইনকে অপু-বুবলীর এক হওয়ার খবরটি জানিয়ে বলেন, অপু বিশ্বাস ও বুবলী ‘ঢাকা ফ্যাশন ডে’-তে একসঙ্গে অংশ নেবেন। তবে আলাদা আলাদা শো স্টপার হিসেবে পারফর্ম করবেন তারা।

Reneta June

“ব্যক্তিগত জীবনে তাদের সম্পর্কের বিষয়টি কারো অজানা নয়। কিন্তু আমাদের এই অনুষ্ঠানে তারা থাকবেন। কোনো ডান্স পারফর্ম হিসেবে নয়, তারা বিভিন্ন ফ্যাশন কালেকশনের হয়ে আলাদাভাবে হাঁটবেন। অপু-বুবলী ছাড়াও নিরব, ববি, সাদিয়া ইসলাম মৌ, দীঘি সহ দশজন তারকা আর্টিস্ট হাঁটবেন।”

অনুষ্ঠানটির আয়োজনে রয়েছে পিএইচ এন্টারটেইনমেন্টের সঙ্গে আছে এটিএন এমসিএল। পিয়াল জানান, টপ টেন সেলেব্রেটির পাশাপাশি দেশের ১০০ মডেল এই অনুষ্ঠানে থাকবেন। তিনি বলেন, এতো বড় আয়োজনে ফ্যাশন শো এবারই প্রথম করতে যাচ্ছি। বাংলাদেশের যতো নামি ব্র্যান্ড আছে সেগুলোর বিশ্বমানের কালেকশনগুলো বিশ্ববাজারে দেখাতে চাই। ২০২৩ সালের লেটেস্ট কালেকশনগুলোর পরে অপু-বুবলীরা হাঁটবেন।

পিয়াল হোসেন বলেন, বিশ্বের অন্যান্য দেশের এই ধরনের আয়োজন হয়ে থাকে। এবার আমি অনেক সাহস করে এই আয়োজনের উদ্যোগ নিয়েছি।

Labaid
BSH
Bellow Post-Green View