এস কে রাসেল, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের করিমগঞ্জে খেলার মাঠ থেকে ৮ বছরের শিশুকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে মোজাম্মেল হক (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় অভিযুক্ত মোজাম্মেল হককে উপজেলার বারঘড়িয়া ইউনিয়নের হাসানপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে করিমগঞ্জ থানা পুলিশ।
মোজাম্মেল হক উপজেলার বারঘড়িয়া ইউনিয়নের হাসানপুর গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ৯ সেপ্টেম্বর দুপুর সোয়া বারোটার খেলার মাঠ থেকে তুলে নিয়ে যায় মোজাম্মেল। পরে এলাকার একটি খালি ঘরে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটির গোঙানি ও চিৎকারে ঘরে গিয়ে রক্তাক্ত অবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুটি এখনও সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
ধর্ষণের শিকার ওই শিশু স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
শিশুটির পিতা বাদী হয়ে করিমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলার পরই শুক্রবার সন্ধ্যায় করিমগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত মোজাম্মেল হককে গ্রেফতার করে।
বিজ্ঞাপন
করিমগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইফতেখারুজ্জামান জানান, অভিযোগ প্রাপ্তির সাথে সাথেই আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি।
বিজ্ঞাপন