ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি’র মাতৃভূমি এবং ইউক্রেনের অন্যতম কেন্দ্রীয় শহর ক্রাইভি রিহতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। হামলায় এখন পর্যন্ত ৩ জন নিহত এবং ৩২ জন আহতের খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৩ জুন) ভোরে এই ক্ষেপণাস্ত্র হামলায় একটি পাঁচ তলা ভবন ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও মানুষ আটকে আছে।
প্রাথমিক তথ্য অনুসারে, ক্ষেপণাস্ত্র হামলায় যে ভবনটি ধ্বংস হয়েছে, নিহত ৩ জন সেই ভবনেরই বাসিন্দা ছিলেন। ভবনের বাসিন্দা আহত হয়েছে আরও ২৫ জন।
ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের গভর্নর সেরহি লাইসাক টেলিগ্রামে একটি ছবি শেয়ার করে বলেছেন, ‘হামলায় এখানে মানুষজন নিহত এবং আহত হয়েছেন’ এবং পরিস্থিতি এখনও ‘বিপজ্জনক’ হওয়ায় বিমান হামলার সতর্কতা উপেক্ষা করবেন না কেউ।
এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলার চেষ্টা আকাশ প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক কর্মকর্তারা।
কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসন বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে পুরো এলাকাজুড়ে রাতের বিমান হামলা প্রতিহত করেছে। এতে বলা হয়, রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করা হয়েছে।
ইউক্রেনের রাজধানী এবং উত্তর-পূর্ব শহর খারকিভও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে। ডিনিপ্রোপেট্রোভস্ক ওব্লাস্ট এবং পার্শ্ববর্তী দোনেৎস্ক ও পোলতাভা অঞ্চলেও বিমান সতর্কতা জারি করা হয়েছে।
বিজ্ঞাপন