এখনও বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থ আসে ধার-দেনা থেকে

বার্ষিক উন্নয়ন কর্মসূচি- এডিপি কি আদতে ঋণনির্ভরতা মুক্ত হয়েছে? উত্তর খুঁজতে গিয়ে জানা গেল, এখনও গোটা এডিপির অর্থ আসে ধার-দেনা থেকে। সরকার একসময় বিদেশ থেকে ঋণ নিত। এখন দেশের ভেতর থেকে নেয়। বরং বিদেশি ঋণ সস্তায় মিলত, অভ্যন্তরীণ উৎসের ঋণ দামী। অবশ্য পরিকল্পনামন্ত্রী বলছেন, ঋণ নেওয়া দোষের কিছু নয় এবং ঋণের টাকায় সরকার ঘি খাচ্ছে না।

ঋণএডিপিপরিকল্পনামন্ত্রীবাজেট