দুদিন পর মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। মহারণ সামনে রেখে দলগুলোর শক্তি-দুর্বলতা নিয়ে চলছে সাবেকদের কথার লড়াই। অপেক্ষা ভারত-পাকিস্তান রোমাঞ্চেরও। পাকিস্তানের সাবেক খেলোয়াড় ইনতিখাবের মতে, এবারের বিশ্বকাপে সেরা স্পিনার ভারতের কুলদীপ যাদব।
এবছর ১৭টি ওয়ানডে খেলেছেন ২৮ বর্ষী কুলদীপ। ১৬.০৩ গড়ে ৩৩ উইকেট শিকার করেছেন বাঁহাতি তারকা। ভারতের বিশ্বকাপ স্কোয়াডে রবীচন্দ্রন অশ্বিন ও জাদেজা থাকলেও একাদশে থাকার বেশি সম্ভাবনা কুলদীপের।
১৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। সেই ম্যাচ নিয়ে বলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনতিখাব আলম। অলরাউন্ডার ইনতিখাব ১৯৫৯-৭৭ পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলেছেন।
৪৭ টেস্ট ও চার ওয়ানডে খেলা ইনতিখাব বলছেন, ‘শ্রীলঙ্কাকে ফাইনালে পরাজিত করে ভারত যেভাবে এশিয়া কাপে খেলেছে, তাতে মনে হচ্ছে তারা যেকোনো দলের জন্য বিপদ হতে পারে। তাদের স্পিন আক্রমণ দারুণ। কুলদীপ এই টুর্নামেন্টে প্রধান ভূমিকা পালন করতে চলেছেন। তিনি ব্যাটারদের পরীক্ষা নেবেন। কুলদীপ ম্যাচ উইনার। আমার মনে হচ্ছে, সে এই বিশ্বকাপের সেরা স্পিনার।’
ভারতের স্পিন আক্রমণের প্রশংসা করে নিজ দেশের দুর্বলতা নিয়েও জানান ৮১ বর্ষী সাবেক। বলেছেন, ‘এশিয়া কাপে পাকিস্তানকে স্পিন আক্রমণ নিয়ে ম্যাচের মধ্যভাগে ভুগতে দেখা গেছে। তাদের আরও উন্নতি করতে হবে। যদি ভালো করতে না পারে অন্য দলগুলো তাদের বিপক্ষে সহজেই ৩০০ রান করবে। এদিকে দলটি নাসিম শাহকে মিস করবে বলেই আমার মনে হয়।’
বিজ্ঞাপন