সবুজ ঘাসের পিচে অজিদের চার শতাধিক রান

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম সেঞ্চুরি হাঁকানো ট্রাভিস হেড তার ব্যক্তিগত রানকে আরেকটু বড় করলেন। ব্যক্তিগত দেড়শ রান করার পর ব্যাট উঁচিয়ে করলেন উদযাপন। তার আগে একইরকম উদযাপন সেঞ্চুরি পাওয়ার পর করলেন স্টিভেন স্মিথ। এই দুই ব্যাটারের বড় জুটিতে কেনিংটন ওভালের পিচের ছয় মিলিমিটার উচ্চতার সবুজ ঘাসের পিচে বড় স্কোর পেয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে তাদের সংগ্রহ ৪৬৯ রান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারত তাদের প্রথম ইনিংসে ৩০ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে। রোহিত শর্মা ১৫ রান করে প্যাট কামিন্সের বলে এলবিডব্লিউ হন। শুভমান গিল ১৩ রান করে স্কট বোল্যান্ডের বলে হন বোল্ড।

বৃহস্পতিবার ক্যাঙ্গারুরা ৩ উইকেটে ৩২৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে। সেঞ্চুরি থেকে পাঁচ রান দূরে থাকা স্মিথ এদিন তা আদায় করে নেন।

ভারতীয় বোলারদের দিশেহারা করে ছাড়ছিল হেড-স্মিথের জুটি। চতুর্থ উইকেটে তারা ২৮৫ রান যোগ করেন। ভারতকে ম্যাচে ফেরান বোলাররা। ৩ উইকেটে ৩৬১ থেকে অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় ৭ উইকেটে ৪০২ রান।

হেড-স্মিথের জুটি ভাঙেন মোহাম্মাদ সিরাজ। ওয়ানডে মেজাজে ব্যাট করা হেড ১৭৪ বলে ২৫ চার ও এক ছক্কায় ১৬৩ রান করে উইকেটরক্ষকের গ্লাভসবন্দি হয়ে ফেরেন।

ক্যামেরন গ্রিন ৬ রানের বেশি করতে পারেননি। স্মিথ ২৬৮ বলে ১৯ চারে ১২১ রানের ধৈর্যশীল ইনিংস খেলে শার্দূল ঠাকুরের বলে বোল্ড হন। মিচেল স্টার্ককে দারুণ থ্রোয়ে রান আউট করেন বদলি ফিল্ডার অক্ষর প্যাটেল।

অষ্টম উইকেটে ৫১ রানের জুটি গড়ে প্যাট কামিন্সকে নিয়ে প্রতিরোধ গড়েন অ্যালেক্স ক্যারি। ৬৯ বলে ৮ চার ও এক ছক্কায় ক্যারি ৪৮ রান করে রবীন্দ্র জাদেজার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফেরেন। এরপর নাথান লায়ন ও প্যাট কামিন্সের উইকেট তুলে নেন সিরাজ, অলআউট হয় অস্ট্রেলিয়া। কামিন্সের ক্যাচ নেন আজিঙ্কা রাহানে। এ নিয়ে টেস্টে তিনি শততম ক্যাচ নিলেন।

ভারতের পক্ষে সিরাজ ৪টি, শামি ও শার্দূল দুটি এবং জাদেজা একটি উইকেট দখল করেন।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়াইংল্যান্ডওভালটেস্ট চ্যাম্পিয়নশিপফাইনালভারতলিড স্পোর্টসসিরাজস্মিথহেড