রাজশাহীতে আইন-শৃঙ্খলা পরিস্থিত নিয়ন্ত্রণে রাখতে নগরীতে মোতায়েন করা হয়েছে অতিরিক্তি পুলিশ। বিশেষ করে নগরীর সাহেববাজার এলাকাসহ বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়। সেইসাথে পদযাত্রা কর্মসূচি নিষিদ্ধ করে জনসাধারণের চলাচলও নিয়ন্ত্রণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) নিরাপত্তা জোরদারের পদক্ষেপ হিসেবে বেলা ১১টার পর নগরীর কল্পনার মোড় ও হোসনীগঞ্জ মোড়ে বেরিকেড দেয়া হয়। আরএমপি সূত্রে এ তথ্য জানা গেছে।
আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম বলেন, রাজশাহীতে পদযাত্রা কর্মসূচি পালন করার অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু সিটি নির্বাচন ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কারণে তাদের কর্মসূচি পালনের অনুমতি দেয়া হয়নি। তারা যেন অনুমতি ছাড়া পদযাত্রা করতে না পারে, সে কারণে চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ করা হচ্ছে।
সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ ১০ দফা দাবিতে মঙ্গলবার পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে বিএনপির। শুধু বিএনপি নয় তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চও এই পদযাত্রা কর্মসূচিতে সংহতি প্রকাশ করে।
বিজ্ঞাপন