কাশ্মীর সীমান্তে চতুর্থ দিনের এনকাউন্টারে নিহত ৩

পাকিস্তান থেকে কাশ্মীর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করতে চাওয়া ‘সন্ত্রাসী’ গোষ্ঠীর সাথে সেনাবাহিনীর সাথে আজ চতুর্থ দিনের লড়াইয়ে ৩ জন নিহত হয়েছে।  

এনডিটিভি জানিয়েছে, আজ ১৬ সেপ্টেম্বর শনিবার সকালে ভারতের কাশ্মীর সীমান্তে বারামুল্লা এলাকার উরি সেক্টরে ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলো দ্বারা পরিচালিত একটি যৌথ অভিযানে সন্ত্রাসী অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করা হয়েছে। এসময় গোলাগুলিতে ৩ জন জঙ্গি নিহত হয়েছে।

পাকিস্তান-অধিকৃত কাশ্মীর থেকে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পার হয়ে ভারতের জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে যাওয়ার চেষ্টা করেছিল অনুপ্রবেশকারীরা। এরমধ্যে দুজন অনুপ্রবেশকারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তৃতীয় মৃতদেহ উদ্ধারের প্রচেষ্টার সময় বাধা দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। এসময় তারা পাল্টা গুলি ছুঁড়েছে।

গত বুধবার থেকে শুরু হওয়া এই এনকাউন্টার আজ চতুর্থ দিনে প্রবেশ করেছে। ভারতের সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাসবাদীরা বর্তমানে পাহাড়ের চূড়ায় একটি গুহায় লুকিয়ে আছে।

বিজ্ঞাপন

উরিএনকাউন্টারজঙ্গিজম্মু ও কাশ্মীরপাকিস্তানভারত