ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শাকিবের ‘সত্তা’

শুক্রবার বিকালে আনুষ্ঠানিকভাবে পর্দা ওঠলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৬তম আসরের। ৯ দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। যেখানে উপস্থিত ছিলেন দেশি-বিদেশি অসংখ্য নির্মাতারা। টার্কিশ চলচ্চিত্র ‘জার’ প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হয় উৎসবের। আর এই উৎসবেই শনিবার সন্ধ্যায় দেখানো হবে দেশের তারকা অভিনেতা শাকিব খান ও কলকাতার পাওলি দাম অভিনীত ছবি ‘সত্তা’।

ঢাকা আন্তর্জাতিক উৎসবের এবারের আসরে ৬৪টি দেশের ২১৬ টি চলচ্চিত্র রাজধানীর পাঁচটি ভেন্যুতে প্রদর্শিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে প্রদর্শীত হবে হাসিবুর রেজা কল্লোল পরিচালিত গেল বছরে মুক্তি পাওয়া ‘সত্তা’।

ছবিটির প্রযোজক সোহানী হোসেনের লেখা ছোট গল্প ‘মা’ অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে এবার সত্তাসহ দেখানো হবে মোট দশটি চলচ্চিত্র। আর এরমধ্যে ইমপ্রেস টেলিফিল্ম থেকেই দেখানো হবে চারটি সিনেমা।

উৎসবে দেখানো হবে যে দশ বাংলা চলচ্চিত্র:
মোট দশটি দেশি সিনেমার মধ্যে ইমপ্রেস থেকে দেখানো হবে আকরাম খানের ‘খাঁচা’, আকা রেজা গালিবের ‘কালের পুতুল’, সাজেদুল আউয়ালের ‘ছিটকিনি’ এবং শামীম আখতারের ‘রিনা ব্রাউন’। এরমধ্যে আকা রেজা গালিবের পরিচালনায় ‘কালের পুতুল’ ছবিটির প্রিমিয়ার শো হবে।

ইমপ্রেস টেলিফিল্ম-এর সিনেমা ছাড়াও ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’ছাড়াও থাকছে নাদের চৌধুরীর ‘মেয়েটি এখন কোথায় যাবে’, ফাখরুল আরিফিন খানের ‘ভুবন মাঝি’, তৌকীর আহমেদের ‘হালদা’, আবু সাইয়ীদের ‘একজন কবির মৃত্যু’ এবং লতা আহমেদের ‘সোহাগীর গয়না’।

কখন, কোথায় দেখা যাবে? ক্লিক করুন এখানে:

ইমপ্রেসকল্লোলশাকিবসত্তা