চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আমীর হোসেন রঙ্গনের তৈরি পাটের পোশাক নিয়ে বিশেষ প্রদর্শনী

দেশের প্রাচীনতম সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান বুলবুল একাডেমী অব ফাইন আর্টস (বাফা) এর অডিটরিয়ামে একাডেমির কৃতী ছাত্র প্রয়াত আমীর হোসেন রঙ্গনের ডিজাইন ও তৈরিকৃত পোশাক নিয়ে পাটের পোশাকের প্রদর্শনী ও তার জীবনের নানান সময়ের ঘটনাবলী নিয়ে ভিডিও ডকুমেন্টেশন প্রেজেন্টেশন এর আয়োজন করা হয়েছে।

২৩ ডিসেম্বর শুক্রবার বিকাল ৫টা থেকে ২৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে।

জুট ইকোনোমিক রেভ্যুলুশন বাংলাদেশ (জার্ব) ইন্সটিটিউটের কো-ফাউন্ডার লাজু আক্তার সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন বুলবুল একাডেমী অব ফাইন আর্টস এর সভাপতি গিটার গুরু মো. হাসানুর রহমান বাচ্চু. উপস্থিত থাকবেন সহ সভাপতি ঢলি মোহাম্মদ দেলোয়ার, একাডেমির সম্পাদক মো. ফজলুর রহমান, অধ্যক্ষ খন্দকার খায়রুজ্জামান কাইয়ুম, কোষাধক্ষ্য কবির আহমেদ, একডেমীর শিক্ষক সমিতির সচিব সফিকুর রহমান সবুজ, ফাইন আর্ট ডিপার্ট্মেন্ট এর প্রধান শাহিন আক্তার ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

এছাড়াও গত ১৬ ডিসেম্বর বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা)- এর অডিটরিয়ামে একাডেমীর সাবেক কৃতী ছাত্র মরহুম আমীর হোসেন রঙ্গন এর অকাল প্রয়াণের কারণে একটি শোক সভার আয়োজন করা হয় একাডেমির ফাইন আর্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে। উক্ত শোক সভায় উপস্থিত ছিলেন একাডেমির সভাপতি মো. হাসানুর রহমান বাচ্চু, একাডেমির কোষাধ্যক্ষ কবির আহমেদ ও লোকসংগীত বিভাগের শিক্ষকরা।

এছাড়াও উপস্থিতি ছিলেন আমীর হোসেন রঙ্গনের পরিবারবর্গ, সহকর্মী, একাডেমির শিক্ষকবৃন্দ, আর্টিস্ট ও সহযোদ্ধারা।