চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বিটিএস’কে টপকে অলকা ইয়াগনিকের বিশ্ব রেকর্ড!

ভারতীয় সংগীত জগতে অসামান্য অবদান রেখেছেন ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। তার গলার মিষ্টি সুর, মন কেড়েছে আট থেকে আশির সবারই।  প্রায় তিন দশক ধরে ভারতীয় সংগীত জগতের সঙ্গে যুক্ত তিনি। এবার অলকার মুকুটে জুড়লো নতুন এক পালক।

জনপ্রিয় গায়িকার হাতে বিশ্ব রেকর্ড! ২০২২ সালের পরিসংখ্যানে ইউটিউবে ৫৬ বছর বয়সী এই গায়িকার গান সব থেকে বেশিবার বেজেছে!

Bkash July

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর অলকা ইয়াগনিকের গান বেজেছে ১৫.৩ বিলিয়ন বার! অর্থাৎ প্রতিদিন গড়ে ৪২ মিলিয়ন বার বেজেছে তার গান। এর ফলে ২০২২ সালের ‘মোস্ট স্ট্রিমড অ্যাক্ট অন ইউটিউব’ খেতাব পেয়েছেন অলকা।

শুধু তাই নয়, কোরিয়ান ব্যান্ড বিটিএস-কে পিছনে ফেলে ২০২২ সালে বিশ্বব্যাপী ইউটিউবের সর্বাধিক স্ট্রিম করা শিল্পী হয়ে উঠেছেন অলকা। ওই বছর ৭.৯৫ বিলিয়ন বার বেজেছে বিটিএস এর গান।

Reneta June

অন্যদিকে, সেরা পাঁচের বাকি তিনজনও ভারতীয়। তারা হলেন উদিত নারায়ণ (১০.৮ বিলিয়ন), অরিজিৎ সিং (১০.৭ বিলিয়ন) ও কুমার শানু (৯.০৯ বিলিয়ন)। কুমার শানুর সঙ্গে অলকার বহু জনপ্রিয় গান রয়েছে।

চমক এখানেই শেষ নয়। গত তিন বছর ধরেই এই রেকর্ড নিজে ধরে রেখেছেন অলকা ইয়াগনিক। ২০২০ সালে তার গান বেজেছিল ১৬.৬ বিলিয়ন বার। ২০২১ সালে সেটা ছিল ১৭ বিলিয়ন! গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিবেদনে অলকা ইয়াগনিককে বলিউডের সবচেয়ে আইকনিক কণ্ঠ বলা হয়েছে।

সেরা মহিলা প্লেব্যাক সিঙ্গার হিসেবে অগনিত বার ফিল্মফেয়ার পুরষ্কারে সম্মানিত হয়েছেন অলকা। তাকে বলা হয় ‘কুইন অফ প্লেব্যাক সিংগার’। মাত্র ৬ বছর বয়েসে অল ইন্ডিয়া রেডিওতে গান গেয়ে ক্যারিয়ার শুরু করেন অলকা। এখনও পর্যন্ত ২০ হাজারের বেশি গান রেকর্ড করেছেন।

সূত্র: নিউজ ১৮

ISCREEN
BSH
Bellow Post-Green View