চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বঙ্গবন্ধুর সমাধিতে পাকিস্তানসহ ৭ দেশের সামরিক প্রতিনিধির শ্রদ্ধা

KSRM

আসাদুজ্জামান বাবুল : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের সামরিক কর্মকতা বিগ্রেডিয়ার আলি এজাজ রাফিসহ ৭টি দেশের ৮ জন সামরিক প্রতিনিধি।

ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১ টার পর শ্রদ্ধা নিবেদন করেন তারা।

Bkash July

ভারতের সামরিক বাহিনীর বিগ্রেডিয়ার ম্যানমিথ সিং স্যাভারাল ও স্কাডন লিডার অধুতস শর্মা, অষ্ট্রেলিয়ার লেফটেন্যান্ট কর্ণেল জনডিম প্যাসি ক্যারেল সিনডায়ার, মায়ানমারের বিগ্রেডিয়ার জেনারেল সয়েনায়ন্থ, নেপালের বিগ্রেডিয়ার রোশান শামসের রানা, পাকিস্তানের বিগ্রেডিয়ার আলি এজাজ রাফি, ফিলিস্তিনির কর্ণেল মাহামুদ এনজে সারাওয়ান্থ ও তুর্কির কর্নেল আদ্রাল সিনসহ ৭ দেশের আটজন সামরিক প্রতিনিধি শ্রদ্ধা নিবেদন করেন।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View