চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নতুন কিছু দেখাতে পারবে আইস্ক্রিন: আফজাল হোসেন

ওটিটি প্লাটফর্ম- এই মাধ্যমটি খুব বেশি পুরনো না। এরইমধ্যে বেশ কয়েকটি প্লাটফর্ম এসেছে। এই মাধ্যমে চ্যানেল আই পরে আসলেও নতুন কিছু করে দেখাবে বলে মনে করেন কিংবদন্তী অভিনেতা আফজাল হোসেন।

চ্যানেল আই পরিবারের একজন আফজাল হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শেরাটন হোটেলে লাল গালিচায় হেঁটে বর্ণিল গ্র্যান্ড বলরুমে প্রবেশ করেন। উপলক্ষ্য চ্যানেল আইয়ের ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিন’ এর ইভিনিং গালা!

Bkash July

চির সবুজ এই অভিনেতা, নির্মাতাকে আইস্ক্রিনের কাছে প্রত্যাশা জানতে চাইলে বলেন, আশা করবো টেলিভিশনের ক্ষেত্রে চ্যানেল আই যেমন আলাদা ও দৃঢ় অবস্থান তৈরী করেছে। ওটিটিতেও আইস্ক্রিন তেমন অবস্থান তৈরী করবে।

পর্দার এই ছোটকাকু বলেন, ‘চ্যানেল আইয়ের অনেক আগেই ওটিটিতেও আসার কথা ছিলো। পরিকল্পনাও ছিলো। কিন্তু এলো অনেক পরে। কথায় আছে, ‘শেষ ভালো যার সব ভালো তার।’ আশা করবো, পরে এলেও এই মাধ্যমে নতুন কিছু দেখাতে পারবে আইস্ক্রিন।’

Labaid
BSH
Bellow Post-Green View