তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ আগেই আগেই জিতে নেয় আফগানিস্তান। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইব্রাহিম জাদরানের দাপুটে ইনিংসের পর মোহাম্মদ নবির ঝড়ো ব্যাটিংয়ে তিনশ রানের কাছাকাছি সংগ্রহ গড়ে আফগানিস্তান। জবাবে নেমে ব্যাটিং ধস দেখেছে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় আফগানদের বিপক্ষে ২০০ রানে হার দেখেছে মেহেদী হাসান মিরাজের দল। ম্যাচের খুঁটিনাটি দেখে নিন এক নজরে…
০০.২৭
ওয়ানডেতে প্রথমবার আফগানদের বিপক্ষে হোয়াইটওয়াশ হল টিম টাইগার্স।
০০.২৭
বাংলাদেশকে ২০০ রানে হারাল আফগানিস্তান
সংক্ষিপ্ত স্কোর
টস- আফগানিস্তান (ব্যাটিং)
আফগানিস্তান-২৯৩/৯ (৫০)
জাদরান-৯৫ (১১১), নবি-৬২* (৩৭), গুরবাজ-৪২ (৪৪), সেদিকউল্লাহ-২৯ (৪৭)
সাইফ-৩/৬, তানভীর-২/৪৬, হাসান-২/৫৭
বাংলাদেশ-৯৩/১০ (২৭.১)
সাইফ-৪৩ (৫৪), হাসান-৯ (২৩)
বিলাল-৫/৩৩, রশিদ-৩/১২
০০.২৫
হাসান ফিরলেন, বাংলাদেশ থামল ৯৩ রানে
বিলাল নিজের পঞ্চম শিকার বানালেন হাসান মাহমুদকে। ২০০ রানে হার দেখল বাংলাদেশ।
০০.১৮
রিশাদ ফিরলেন, বাংলাদেশ-৮৮/৯
রিশাকে ফেরালেন বিলাল সামি। ৭ বলে ৪ রান করেন।
০০.০২
তানভীর ফিরলেন, বাংলাদেশ-৮১/৮
ফিরতি ক্যাচে তানভীরকে ফেরালেন বিলাল সামি। ৩ বলে ৫ রান করেন তানভীর।
২৩.৫৬
সোহানও আউট, বাংলাদেশ-৭৪/৭
৭৪ রানে সপ্তম উইকেট হারাল বাংলাদেশ। নুরুল হাসান সোহানকে এলবিডব্লিউ করে ফেরালেন রশিদ খান। রিভিউ নিয়ে লাভ হয়নি। আম্পায়ার্স কলে ফিরেছেন সোহান। ৬ বলে ২ রান করেন।
২৩.৪৯
শামীম রানআউট, বাংলাদেশ-৭০/৬
আগের বলেই মিরাজ ফেরেন। পরের বলে রানআউট হলেন শামীম। ১ বল খেলেন শামীম।
২৩.৪৯
মিরাজও ফিরলেন
ইকরামের ক্যাচ বানিয়ে মিরাজকে ফেরালেন বিলাল সামি। ৯ বলে ৬ রান করেন।
২৩.৪৬
সাইফকে ফেরালেন রশিদ
১৮.৫ ওভারে সাইফ হাসান ফিরলেন বোল্ড হয়ে। ২ চার ও ৩ ছক্কায় ৫৪ বরে ৪৩ রান করেন।
২৩.৩৪
হৃদয়কে ফেরালেন
১৬.১ ওভারে তাওহীদ হৃদয় বোল্ড করেছেন রশিদ খান। ১২ বলে ৭ রান করেন।
২৩.১৫
শান্ত বোল্ড হলেন
৪৭ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তকে বোল্ড করেছেন বিলাল সামি। ১৬ বলে ৩ রান করেন শান্ত।
২৩.০৩
১০ ওভার শেষে বাংলাদেশ ৪১/১
সাইফ ৩০ রানে ব্যাট করছেন। তাকে সঙ্গ দিচ্ছেন শান্ত।
২২.৫৫
নাঈম ফিরলেন, উদ্বোধনী জুটি থামল ৩৫ রানে
শুরু থেকেই যেনো নিজেকে খুঁজছিলেন নাঈম শেখ। তবে মেলে ধরার আগেই ফিরেছেন। ওমরজাইয়েল বলে স্লিপে ক্যাচ দিয়েছেন নবির হাতে। ২৪ বলে ৭ রান করেন।
২১.৪৬
মোহাম্মদ নবির ঝড়ো ফিফটিতে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে আফগানস্তিান।
২১.৪৫
বাংলাদেশকে ২৯৪ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান
সংক্ষিপ্ত স্কোর
টস- আফগানিস্তান (ব্যাটিং)
আফগানিস্তান-২৯৩/৯ (৫০)
জাদরান-৯৫ (১১১), নবি-৬২* (৩৭), গুরবাজ-৪২ (৪৪), সেদিকউল্লাহ-২৯ (৪৭)
সাইফ-৩/৬, তানভীর-২/৪৬, হাসান-২/৫৭
২১.৩১
এবার গজনাফরকে ফেরালেন হাসান
নাঙ্গেয়ালিয়া খারোতেকে বোল্ডের পরের বলে আল্লা মোহাম্মদ গজনাফরকে ফেরালেন হাসান। ২৪৯ রানে নবম উইকেট হারাল আফগানিস্তান।
২১.২৮
খারোতেকে ফেরালেন হাসান
২৪৯ রানে অষ্টম উইকেট হারাল আফগানিস্তান। ১২ বলে ১০ রান করা নাঙ্গেয়ালিয়া খারোতেকে বোল্ড করলেন হাসান।
২১.০৯
রশিদ খানকে ফেরালেন মিরাজ
৪৩.৪ ওভারে হৃদয়ের ক্যাচ বানিয়ে রশিদ খানকে ফেরালেন মিরাজ। ৬ বলে ৮ রান করেন রশিদ।
২১.০১
ওমরজাইকে বোল্ড করলেন তানভীর
৪১.৩ ওভারে ২১১ রানে ষষ্ঠ উইকেট হারাল আফগানিস্তান। তানভীরের বোল্ড হয়েছেন আজমতউল্লাহ ওমরজাই। ২১ বলে ২০ রান করেন।
২০.৫৩
আফগানদের ২০০
৩৯.২ ওভারে ২০০ পেরিয়েছে আফগানিস্তান।
২০.৪৬
সাইফের তৃতীয় শিকার ইকরাম
ইকরাম আলিখিলকে বোল্ড করেছেন সাইফ। ১৩ বলে ২ রান করেন ইকরাম। ১৯৩ রানে পঞ্চম উইকেট হারাল আফগানিস্তান।
২০.৩৯
জাদরান রানআউট
৯৫ রানে রানআউট হয়ে ফিরলেন জাদরান। আফগানিস্তানের ৩৭ ওভারে ৪ উইকেটে ১৮৭ রান।
২০.২১
এবার হাশমতউল্লাহকে ফেরালেন সাইফ
৩৩.৩ ওভারে আরও একটি উইকেট নিলেন সাইফ। তাওহীদ হৃদয়ের ক্যাচ বানিয়ে ফেরালেন শাহিদীকে। ১০ বলে ২ রান করেন।
২০.১৬
সেদিকউল্লাহকে ফেরালেন সাইফ
৩১.২ ওভারে ব্রেক থ্রু এনে দিলেন সাইফ। ফিরতে ক্যাচে ফেরালেন অটলকে। ৪৭ বলে ২৯ রান করেন।
১৯.৪৮
২৫ ওভারে আফগানিস্তানের ১৫০/১
জাদরান ৮০ রানে এবং অটল ১৪ রানে ব্যাট করছেন।
১৯.২৪
জাদরানের ফিফটি
৬১ বলে ফিফটি করেছেন ইব্রাহিম জাদরান। আফগান ওপেনারের ৯ম ওয়ানডে ফিফটি এটি। ছিল ৪টি চার ও ১টি ছক্কার মার।
১৯.১৮
আফগানিস্তানের ১০১/১
১৬.১ ওভারে শতরান পূর্ণ করেছে আফগাস্তিান।
জাদরান ৪৫ রানে ব্যাট করছেন, তাকে সঙ্গ দিচ্ছেন সেদিকউল্লাহ অটল।
১৯.১৩
৯৯ রানে উদ্বোধনী জুটি ভাঙলেন তানভীর
১৬তম ওভারের শেষ বলে সাফল্যের দেখা পেয়েছে বাংলাদেশ। লেগ বিফোরের ফাঁদে ফেলে গুরবাজকে বাংলাদেশ স্পিনার। রিভিউ নিয়েও রক্ষা হয়নি গুরবাজের। ৪৪ বলে ৪২ রান করেন।
১৮.৪৭
১০ ওভার শেষে আফগানিস্তানের ৬৬
গুরবাজ ২৯ এবং জাদরান ২৫ রানে ব্যাট করছেন।
১৮.৩৪
৭ ওভারে আফগানিস্তানের ৫১
গুরবাজ ১৭ এবং জাদরান ২৭ রানে ব্যাট করছেন।
১৮.২৮
ভালো শুরু আফগানিস্তানের
৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৮ রান তুলেছে আফগানিস্তান। ইব্রাহিম জাদরান ও রহমানুল্লাহ গুরবাজ দুজনেই ১৮ রানে ব্যাট করছেন।
১৭.৩৫
বাংলাদেশের একাদশে ৪ পরিবর্তন
একাদশে চার পরির্তন এনেছে বাংলাদেশ। নাঈম শেখ, শামীম পাটোয়ারী, নাহিদ রানা ও হাসান মাহমুদ ফিরেছেন। বাদ পড়েছেন তানজিদ তামিম, জাকের আলি, মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।
১৭.৩০
টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠাল আফগানিস্তান







