সৌদি আরবের জেদ্দায় প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট অমর একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
উদ্ভাস সাহিত্য ও সংস্কৃতির ফোরামের উদ্যোগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি শেখ ফজলুল কবির ভিকু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক।
বিজ্ঞাপন
আবদুল গাফফার চৌধুরীর কর্মময় জীবন ও স্মৃতি নিয়ে আলোচনার অংশগ্রহণ করেন মিজানুর রহমান রহমান, হুমায়ুন কবির, শারতাজুল আলম দিপুসহ অন্যরা।
শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।