ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ওভারটেকিং করার সময় বেপরোয়া গতির বাসের চাপায় তাসফিয়া হোসেন রিপা (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার তালশহর ইউনিয়নের কামাউড়া নামকস্থানে মহাসড়ক পারাপারের জন্য দাঁড়িয়ে থাকা ওই স্কুল শিক্ষার্থীকে চাপা দেয় ইউনিক পরিবহনের একটি বাস। এতে শিশুটি ঘটনাস্থলেই পিষ্ট হয়ে নিহত হয়।
নিহত রিপা উপজেলার বাহাদুরপুর এলাকার জাকির হোসেনের মেয়ে ও কামাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান জানান, রিপা স্কুলশেষে বাড়ি ফেরার জন্য মহাসড়ক পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের বাসটি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রিতাকে চাপা দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করে। তবে চালক পালিয়ে যায়।

স্কুল সংলগ্ন এই মহাসড়কে শিক্ষার্থীদের নিরাপত্তায় ওভারব্রীজ করার দাবি জানিয়েছে স্থানীয়রা।