চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মাইক্রোসফট’র নতুন দিন শুরু: সিইও

মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা বলেছেন, মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিন ভাষাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তিশালী ক্ষমতাকে একত্রিত করবে। এ বিষয়টিকে তিনি অনলাইন অনুসন্ধানের জন্য একটি নতুন যুগ বলে ঘোষণা করেছেন।

মঙ্গলবার অনুষ্ঠিত এক ইভেন্টে তিনি বলেন, ‘এটি সার্চ ইঞ্জিনের জন্য নতুন দিন, যা আজ থেকে শুরু হচ্ছে।’

সার্চ ইঞ্জিন বাজারে গুগল-এর দুই দশকের আধিপত্যের জন্য এটি একটি চ্যালেঞ্জ হবে বলে আশা করছেন তিনি।

চ্যাটজিপিটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে (এআই) গোল্ড রাশ ছড়িয়ে দিয়েছে, যাতে ১০০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী পরীক্ষা করছে। ব্যবহারকারীরা প্রবন্ধ, বক্তৃতা বা আইন পরীক্ষার ফলাফল কয়েক সেকেন্ডের মধ্যে পেয়ে যাচ্ছে। যার ফলে, এটি নিয়ে শিক্ষাবিদ এবং স্কুল কর্তৃপক্ষ প্রতারণার বিষয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহেদি বলেন, ‘আমরা আমাদের মূল সার্চ ইঞ্জিনে এআই মডেল প্রয়োগ করেছি। যার ফলে আমরা দুই দশকের মধ্যে সবচেয়ে বড় সফলতাও পেয়েছি।’