চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বন্যার পানিতে ভেসে গেল ৭৫ কুমির

KSRM

টাইফুন হাইকুইর কারণে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় চীনের দক্ষিণ অঞ্চলের একটি কুমির প্রজনন খামার থেকে ৬৯টি প্রাপ্তবয়স্কসহ মোট ৭৫টি কুমির ভেসে গেছে।

বিবিসি জানিয়েছে, চীনের গুয়াংডং প্রদেশের মাওমিং শহরে বন্যার কারণে লেকের পানি উপচে তা শহরে প্রবেশ করে, সেই সুযোগে ৭৫টিরও বেশি কুমির খামার থেকে পানির স্রোতে ভেসে যায়। এই ঘটনায় মাওমিং শহরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

Bkash July

মাওমিং শহর কর্তৃপক্ষ সেখানকার বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে বলেছেন। কুমিরগুলোর খোঁজ চলছে। কিন্তু সেখানে এত বেশি ঝড়বৃষ্টি হচ্ছে যে, ভালো করে খোঁজাও যাচ্ছে না।

বন্যার পানি থেকে মাত্র ৮টি কুমির উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয়রা নিরাপত্তার কারণে কয়েকটি কুমিরকে গুলি করে এবং বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যা করেছে।

Reneta June

স্থানীয় একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, কী পরিস্থিতিতে কুমিরগুলো পালালো তা তদন্ত করে দেখা হচ্ছে। নিখোঁজ কুমিরগুলো খুঁজে পেতে সাউন্ড নেভিগেশন সিস্টেম ব্যবহার করছে জরুরি সেবা কর্তৃপক্ষ।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View