চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গোপন বৈঠক থেকে ছাত্র শিবিরের ৪ নেতাসহ গ্রেফতার ৬

গোপালগঞ্জ জেলা শহরের মিয়াপাড়া এসএস আলীয়া মাদরাসায় গোপন বৈঠক চলাকালে ছাত্র শিবিরের চার নেতাসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে চারজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বৃহস্পতিবার ১৮ মে সকালে এ তথ্য নিশ্চিত করেন গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাবেদ মাসুদ। এর আগে বুধবার দুপুরের দিকে জেলা শহরের পূর্ব মিয়াপাড়া ও এস এস আলীয়া মাদরাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- গোপালগঞ্জ সদর থানা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ও বশেমুরবিপ্রবি আইন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আল ইমরান মুসা (২৪), সদর থানা সাধারণ সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আবু কালাম (২১), রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র মুয়াজ বিল্লাহ (২২), কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র সেলিম রেজা (২৫), পূর্ব মিয়াপাড়া বিসমিল্লাহ জামে মসজিদের ইমাম মো. আলাউদ্দিন (৩২) ও মাদরাসা ছাত্র মো. শরিফুল ইসলাম (১৫)।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ বলেন, পুলিশের কাছে গ্রেফতার হওয়া সবাই শিবিরের নেতাকর্মী। তাদের কাছ থেকে ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন বই, ম্যাগাজিন, প্রচারপত্র ও বিশেষ ফরমসহ নানান জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। তারা মিয়াপাড়া এস এস আলীয়া মাদরাসায় গোপন বৈঠক করছিল।

তিনি বলেন, আটকদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে, তারা ইসলামী ছাত্র শিবিরের সদস্য বলে স্বীকার করেন। গোপন বৈঠকের কারণ জানতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।