চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পাকিস্তান-আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কয়েকজন হতাহত

আফগানিস্তান ও পাকিস্তান জুড়ে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের ফলে সৃষ্ট কম্পন ভারতের রাজধানী নয়াদিল্লি অনুভূত হয়েছে। এই ঘটনায় পাকিস্তানে কয়েকজন শিশুসহ অন্তত ৯ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের মতে, মঙ্গলবার রাতে পাকিস্তান ও তাজিকিস্তানের সীমান্তবর্তী আফগান শহর জুর্মের ৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে উৎপত্তি হয় ভূমিকম্পটির।

লাহোর, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডিসহ বড় বড় শহরগুলো কেঁপে ওঠে ভূমিকম্পে। সেসময় জনগণ ভয়ে রাস্তায় নেমে আসে।

পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের তথ্যমতে, পাকিস্তানের বিভিন্ন এলাকায় ভূমিকম্পে এখন পর্যন্ত ৯ জন নিহত এবং ১৬০ জন আহত হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে ধারণা করা হচ্ছে।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকার হাসপাতালগুলি কমপক্ষে ২৫০ জন রোগী চিকিৎসারত অবস্থায় আছে, যাদের মধ্যে ১৫ জনের আঘাত সামান্য এবং ২০০ জনেরও বেশি জন গুরুতর অবস্থায় আছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভূমিকম্পের পর দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।