তুরস্ক-সিরিয়া ভূমিকম্পে মত্যু ৩৭ হাজার ছাড়াল
তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে। শুধু তুরস্কতেই ৩১ হাজারের বেশি মানুষ মারা গেছেন। সিরিয়া থেকে তেমন কোনো তথ্য পাওয়া না গেলেও জাতিসংঘ জানিয়েছে দেশটিতে ৫ হাজার ৭শ’র বেশি মানুষ ভূমিকম্পে নিহত হয়েছেন। ত্রাণ পৌঁছাতে আরো দু’টি সীমান্ত খুলে দিচ্ছে সিরিয়া। ভূমিকম্পে ৭০ লাখ শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।