চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মিনিটেই ৩টি ট্রেন যেভাবে সংঘর্ষে জড়াল

ওড়িশার বালাসোরে তিন ট্রেনের ভয়ঙ্কর সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ২৮০ জন নিহত এবং আহত হয়েছেন আরও ৯০০ জনেরও বেশি। ঘটনাটি ঘটে যখন করমণ্ডল যাত্রীবাহী ট্রেন শালিমার এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে একটি পণ্যবাহী ট্রেনকে ধাক্কা দেয় এবং একই সময় যশবন্তপুর-হাওড়া সুপারফাস্ট আরেকটি ট্রেন লাইনচ্যুত কোচগুলোর সাথে ধাক্কা খায়।

এনডিটিভি এবং হিন্দুস্তান টাইমস এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এবং ধ্বংসস্তুপে অনেকেই আটকা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় রেলওয়ের নির্বাহী পরিচালক অমিতাভ শর্মা এএফপিকে বলেছেন, দুটি যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় জড়ায়। তবে ঘটনাস্থলে আগে থেকেই পণ্যবাহী ট্রেনটি দাঁড়িয়ে ছিল।

শুক্রবার (২ জুন) ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় এই ভয়াবহ দুর্ঘটনাটি হয়। সেই সময় ট্রেনের বেশিভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন। সংঘর্ষের সময় দুটি ট্রেনই প্রবল গতিতে চলছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, কয়েক মিনিটের মধ্যেই এই দুর্ঘটনা হয়।

স্থানীয় লোকজনসহ উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপ থেকে মৃতদেহ ও জীবিতদের বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।