২৫ বছরে চ্যানেল আই, দিনভর পর্দায় থাকবে জমজমাট আয়োজন
‘২৫ শে উচ্ছ্বাস, লাল সবুজে বিশ্বাস’-এই শ্লোগান নিয়ে ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে চ্যানেল আই

বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’-এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী রবিবার (১ অক্টোবর)। ‘২৫ শে উচ্ছ্বাস, লাল সবুজে বিশ্বাস’-এই শ্লোগান নিয়ে ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে চ্যানেলটি।
এ উপলক্ষে দিনব্যাপী রয়েছে নানান আয়োজন। যদিও আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে শনিবার রাত ১২ টা ১ মিনিট থেকেই। কেক কাটার মধ্য দিয়ে শুরু হবে দিনের আয়োজন। সকাল ১১ টায় দেশের বিশিষ্টজনদের সাথে নিয়ে কাটা হবে জন্মদিনের বিশাল কেক।
বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজনে সকাল ৭টা ৩০ মিনিটে ‘গান দিয়ে শুরু’তে প্রচার হবে দেশের প্রথিতযশা শিল্পীদের পরিবেশনায় গান। অনুষ্ঠানে দেশের সিনিয়র শিল্পীদের অংশগ্রহণ থাকবে। সকাল ৯টা ৩০ মিনিটে থাকছে ‘সংবাদপত্রে বাংলাদেশ’ এর বিশেষ পর্ব। সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘তৃতীয়মাত্রা’র বিশেষ পর্ব।
চ্যানেল আই-এর ২৫ বছরে পদার্পণ উপলক্ষে এই অনুষ্ঠানে নানা বিষয়বস্তু এবং চ্যানেল আই-এর নানা কর্মকাণ্ড নিয়ে কথা বলেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ ও অধ্যাপক আনোয়ার হোসেন। উপস্থাপনায় জিল্লুর রহমান। সকাল ১১টা ৫ মিনিট থেকে দিনব্যাপী প্রচার হবে মিলনমেলা ‘২৫শে উচ্ছ্বাস লাল সবুজে বিশ্বাস’।

এই মিলনমেলায় শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা গ্রহণ ছাড়াও মঞ্চে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। বাংলাদেশের খ্যাতিমান সংগীতশিল্পীরা অংশ নেবেন এই সাংস্কৃতিক অনুষ্ঠানে। চ্যানেল আই চেতনা চত্বর থেকে সরাসরি সম্প্রচারিতব্য অনুষ্ঠানটি পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু।
দুপর ২টার সংবাদের পর পর দেখানো হবে ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় বিশেষ টেলিফিল্ম ‘পুনর্জন্ম’র অন্তিম পর্ব। সন্ধ্যা ৬টায় রয়েছে দেশের বিভিন্ন জেলার দর্শকদের চ্যানেল আই সম্পর্কে ভাবনা ও প্রত্যাশা নিয়ে অনুষ্ঠান ‘আমার চ্যানেল আই’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ফরহাদুর রেজা প্রবালের পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘জমজমাট জন্মদিন’।
রাত ৮টা ২০ মিনিটে দেখানো হবে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় প্রকৃতি ও জীবন-এর বিশেষ আয়োজন ‘অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’ এবারে থাকছে জাপানের প্রকৃতি ও জীববৈচিত্র। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে জাহান সুলতানা-এর চিত্রনাট্য ও ভিকি জাহেদের পরিচালনায় বিশেষ নাটক ‘বেড নম্বর ০৩’।
বিজ্ঞাপন