চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জোট গঠনের চেষ্টা রাজনীতির নতুন মেরুকরণ: ওবায়দুল কাদের

বিকল্প ধারার সভাপতি বদরুদ্দোজা চৌধুরীর বাসায় চার দলের বৈঠক এবং নতুন লিঁয়াজো কমিটি গঠনকে ষড়যন্ত্র নয় বরং একে রাজনীতির নতুন মেরুকরণ হিসেবেই দেখছে আওয়ামী লীগ। এতে নির্বাচনকে করে গণতন্ত্রের শত ফুল ফুটছে বলেও মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মাদক বিরোধী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।

বুধবার রাতে বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ডাক্তার একিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসায় এক বৈঠকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে সমন্বয়ক করে গঠিত হয়েছে চারটি রাজনৈতিক দলের নতুন লিঁয়াজো কমিটি। এই কমিটিতে যুক্ত আছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আর গণফোরাম।

দেশের রাজনীতিতেও এখন বেপরোয়া ড্রাইভার আছে উল্লেখ করে রাজনীতিতে যোগ্য ও সৎ লোকদের আগামী নির্বাচনে সমর্থন দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, জাতীয় পার্টি ১৪ দলে থাকবে কি না সেটি তাদের দলীয় সিদ্ধান্ত, তবে আওয়ামী লীগ মনে করে জাপা জোট ছাড়বে না।