চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মাগুরায় সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্যসহ ৩ জন নিহত

র‌্যাবের মাদকবিরোধী অভিযানের সময় মাগুরার সদর উপজেলার রাইতড়া সাইত্রিশ এলাকায় আজ শুক্রবার ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ র‌্যাব-৬ এর ২ সদস্য নিহত ও মাদকবাহী এক পিকআপ চালক নিহত হয়েছে। এছাড়া নাজমুল হোসেন নামে অপর এক র‌্যাব সদস্য আহত হয়েছেন।

নিহতরা র‌্যাব সদস্য হচ্ছেন র‌্যাবের কর্পোরাল আনিসুর রহমান (৩৬) ও কনস্টেবল ওমর ফারুক (৩৫)। অন্য নিহত ব্যাক্তি ফেনসিডিল বহনকারী পিক আপ ভ্যানের চালকের নাম আনোয়ার হোসেন (৪৫)। আনোয়ার হেসেন ঢাকা দক্ষিণ সিটির আলাউদ্দিন হোসেনের ছেলে। নিতরা র‌্যাব সদস্য অনিসুর রহমানের বাড়ি বরিশালে ওমর ফারুকের বাড়ি জয়পুরহাটে। দুর্ঘটনা কবলিত পিকআপ থেকে বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার হয়েছে।

Bkash July

মাগুরা হাইওয়ে পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) লিয়াকত আলী জানান, ঝিনাইদহ থেকে একটি পিকআপ বিপুল পরিমাণ ফেন্সিডিল বহন করে ঢাকার দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের-৩ সদস্য শুক্রবার একটি মাইক্রোযোগে ওই পিকআপটিকে ঝিনাইদহ থেকে ধাওয়া করে। ভোর আনুমানিক ৪ টার দিকে মাগুরা সদরের রাউতড়া সাইত্রিশ এলাকায় এসে র‌্যাব সদস্যদের বহনকৃত মাইক্রোবাসটি পিকআপকে অতিক্রম করতে গেলে মাদকবাহী পিকআপ র‌্যাবের মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এসময় র‌্যাবের মাইক্রোবাসটি রাস্তার পাশে গাছে ধাক্কা লেগে দুমড়ে মচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আনিসুর রহমান নামে এক র‌্যাব সদস্য নিহত ও ২ র‌্যাব সদস্য আহত হন। অন্যদিকে মাদকবাহী পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে একইস্থানে উল্টে গেলে চালক আনোয়ার গুরুতর আহত হয়। পরে ২ র‌্যাব সদস্য ও মাদকবাহী পিক আপ চালককে গুরুতর আহত অবস্থায় মাগুরা ২৫০ শয্যা হাসপতালে আনা হলে র‌্যাব সদস্য ওমর ফারুক ও মাদক বহনকারী পিকআপ চালক আনোয়ান হোসেন নিহত হয়। অপর আহত র‌্যাব সদস্য নাজমুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এহসানুল হক মাছুম হক জানান, ২ র‌্যাব সদস্যসহ তিন জনকে আশংকাজনক অবস্থায় হাপাতালে আনা হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক র‌্যাব সদস্যসহ ২ জন মারা যায়। ঘটনাস্থলেই অপর এক র‌্যাব সদস্যর মৃত্যু ঘটে। অপর আহত র‌্যাব সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ISCREEN
BSH
Bellow Post-Green View