
কক্সবাজারের উখিয়া বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে ২ রোহিঙ্গা ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ১টার দিকে ১৩ নম্বর তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— ক্যাম্প-১৩, জি/৪-এর বাচা মিয়ার ছেলে মো. রফিক (৩৪) ও মুহাম্মদ হেসেনের ছেলে মো. রফিক (৩০)। আহত রোহিঙ্গা ব্যক্তির নাম মো. ইয়াসিন (২৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার দুপুরে বালুখালী ক্যাম্পে ১৫-১৬ জনের একটি সশস্ত্র গ্রুপ বালুখালীর ১৩ নম্বর ক্যাম্পে ঢুকে গুলি বর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন ঘটনাস্থলেই মারা যান মো. রফিক (৩২)। পরে গুরুতর দুইজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মো রফিক (৩০) নামে আরও একজনকে মৃত ঘোষণা করেন। আহত মো: ইয়াছিনের অবস্থাও আশঙ্কাজনক। তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
৮ এপিবিএন এর কমান্ডিং অফিসার মো. আমির জাফর বিপিএম জানান, মো. রফিক (৩২), পিতা বেসা আলি, মা মবিনা, এফসিএন-১৩৯৪৬৪-এর বুকের বাম পাশে গুলি করে এবং ঘটনাস্থলে মৃত্যু বরণ করে। এবং হামলায় এফডিএমএন সদস্য মো: রফিক (৩০), পিতা মাহমুদ হাসান, এফসিএন- ৫৫০৪৮৭, ব্লক- জি/৪ এর ডান চোখের উপরে গুলি লেগে মাথার পিছন দিয়ে বের হয়ে যায় এবং বাম হাতের কব্জির ওপরে গুলি লাগে। ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। এছাড়াও দুস্কৃতিকারীদের হামলায় মো. ইয়াছিন (২৮) পিতা মোহাম্মদ হোসেন, এফসিএন-২১৬৬০৩, ব্লক- জি/৪, ক্যাম্প-১৩ আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আছে।

পূর্ব শত্রুতার জের ধরে উক্ত হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ক্যাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোয়েন্দা নজরদারি ও অপরাধীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও এপিবিএন কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।