মুক্তির আগে থেকেই চর্চায় ছিল রানী মুখার্জী অভিনীত ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। কিন্তু যতোটা গর্জালো, বক্স অফিসে ততোটা বর্ষালো না এই ছবি! আপাতত ছবির প্রথম তিনদিনের বক্স অফিস রিপোর্ট তাই ই বলছে!
মুক্তির চার দিনে আবেগে ভরপুর এই ছবির আয় দাঁড়িয়েছে মাত্র ৭.৩২ কোটি রুপি! মূলত ছবিটির টিকিট বিক্রির হার প্রথম ২ দিনের চেয়ে তৃতীয় দিন (রবিবার) সামান্য বাড়লেও, চতুর্থ দিনে এর আয় সম্পূর্ণ পরে গেছে।
বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিন বক্স অফিসে মাত্র ১.২৭ কোটি রূপি আয় করে ছবিটি। যেখানে দ্বিতীয় ও তৃতীয় দিনে এর আয় ছিল যথাক্রমে ২.২৬ এবং ২.৮৯ কোটি রুপি। তবে চতুর্থ দিনে ছবিটির আয় রীতিমত হতাশ করে দিয়েছে! কেননা এদিন ১ কোটি রুপিও ঘরে তুলতে পারেনি এই ছবিটি।
‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিটি মূলত বাংলার মেয়ে সাগরিকা চট্টোপাধ্যায়ের অদম্য লড়াইয়ের বাস্তব কাহিনী নিয়ে নির্মিত। যা পর্দায় তুলে ধরছেন পরিচালক অসীমা ছিব্বর।

সন্তানদের লালন-পালনে ব্যর্থ সাগরিকা ও তার স্বামী অনুরূপ ভট্টাচার্য, এই অভিযোগে নরওয়ে সরকার ছিনিয়ে নিয়েছিল তাদের দুই সন্তান অভিজ্ঞান ও ঐশ্বর্যকে। তাদের পাঠানো হয়েছিল ফস্টার কেয়ারে। এরপর গোটা একটা দেশের সঙ্গে লড়াইয়ে নামেন সাগরিকা। সেই আবেগঘন হৃদয়বিদারক ঘটনাই উঠে এসেছে পর্দায়।
সমালোচকদের থেকে প্রশংসা কুড়িয়েছে রানীর এই ছবি। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে রানীর স্বামীর চরিত্রে দেখা গেছে অনির্বাণ ভট্টাচার্যকে। এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন জিম সর্ব, নীনা গুপ্তা, সৌম্য মুখোপাধ্যায়।
রানীর ছবিটি বক্স অফিসে জাদু দেখাতে না পারলেও মুগ্ধ পুরো বলিউড ইন্ডাস্ট্রি। বলিউড বাদশা শাহরুখ টুইটারে গোটা টিমের তারিফ করে দিন কয়েক আগেই লেখেন- ‘মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে’র পুরো টিমের কী অসাধারণ প্রচেষ্টা! ‘আমার রানী’ কেন্দ্রীয় চরিত্রে একদম জ্বলজ্বল করছে, যা কেবল একজন রানীই পারেন। পরিচালক অসীমা সংবেদনশীলতার সঙ্গে একজন মায়ের সংগ্রাম দেখিয়েছেন। জিম সার্ভ, অনির্বাণ, সৌম্য মুখার্জি, সকলেই অসাধারণ! ‘অবশ্যই দেখা উচিত’-এর তালিকায় রাখার মতো ছবি এটি!’
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস