
গতকাল শুক্রবার ভারতের উড়িষ্যার ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছে দুইজন বাংলাদেশি নাগরিক তবে তাদের বর্তমান অবস্থা এখন পর্যন্ত জানা যায়নি। কারণ কর্তৃপক্ষ উদ্ধার অভিযান পরিচালনা করতে হিমশিম খাচ্ছে।
স্থানীয় সাংবাদিকরা জানান, তারা শুনেছেন দুর্ঘটনাস্থল থেকে দুই বাংলাদেশি নাগরিককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তারা তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারেননি। তবে একজন স্থানীয় সংবাদদাতা জানান, তারা শুনেছেন দুই বাংলাদেশি নাগরিকের অবস্থা গুরুতর। তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুব কম। কিন্তু বিস্তারিত তথ্য জানাতে পারেননি তারা।
নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশন ও কলকাতার ডেপুটি মিশন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আহত বাংলাদেশিদের বিস্তারিত জানার জন্য ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের কর্মকর্তা আজ নিশ্চিত করেছেন যে উভয় বাংলাদেশি কলকাতার কাছে শালিমার স্টেশন থেকে ‘করমণ্ডল এক্সপ্রেস’ ট্রেনে চেন্নাই যাচ্ছিলেন।
এই ট্রেন দুর্ঘটনার উদ্ধার, চিকিৎসা ও অন্যান্য বিষয়ে আলোচনার জন্য রেলওয়ে কর্মকর্তাদের একটি উচ্চ-পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। এছাড়াও আশেপাশের জেলাগুলোর সব হাসপাতালকে সতর্ক করে দেয়া হয়েছে।
বিজ্ঞাপন