চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

লন্ডনে অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে অ্যাডেল

লন্ডনের গ্রেনফেল টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝড়ে গেছে ১৭ জনের প্রাণ। এছাড়া আহত হয়েছেন অনেকেই। নিজের শহরের এমন বিপর্যয়ে ঘরে বসে থাকতে পারেননি গ্র্যামিজয়ী সংগীতশিল্পী অ্যাডেল। সাথে সাথে ছুটে গেছেন সেখানে। আর ক্ষতিগ্রস্তদের সাথে কাটিয়েছেন বেশ কিছু সময়। এ সময় অ্যাডেল বেশ আবেগময় হয়ে পড়েন।

তবে নিজে থেকে সেখানে যাওয়ার কোনো ঘোষণা দেননি এই তারকা। কিন্তু উপস্থিত অনেকেই অ্যাডেলের ঘটনাস্থলের ছবি প্রকাশ করেছে। এ সময় তার সঙ্গে স্বামী সায়মন কনেকিকেও দেখা গেছে।

টুইটারে তার এক ভক্ত পোস্ট করেছে, ‘অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে এখন অ্যাডেল। তিনি সবার খোঁজ নিচ্ছেন।’

এরই মধ্যে লন্ডনের ওই অগ্নিকাণ্ডের ঘটনা কাঁদিয়েছে সারা বিশ্বকেই। গত বুধবার ভোরের দিকে পশ্চিম লন্ডনের ল্যাঙ্কাস্টার ওয়েস্ট এস্টেটের লাটিমার রোডের ওই ভবনটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহূর্তে পুরো ভবনেই ছড়িয়ে পড়ে আগুন। সেখানে প্রায় আট শতাধিক মানুষ বাস করছিল। টাইমস অব ইন্ডিয়া।

অ্যাডেলের টুইটার থেকে